গণেশ ৩
বিভিন্ন পূজার অনুষ্ঠানের সময়, গণেশ দেবতার পূজা, সবার আগে করা হয়।
লেখার সময় গণেশকে, সেই অক্ষর, এবং অক্ষরসমষ্টির, অর্থবোধকের পৃষ্ঠোপোষক হিসাবে, মানা হয়।
পাঁচ প্রধান স্মৃতিশাস্ত্র সম্পর্কীয় ( স্মার্ত ) দেবতাদের মধ্যে, গণেশকে অন্যতম বলে স্বীকৃতি দেওয়া হয়।
এখন লাড্ডু খাওয়ার জন্য, আর ইঁদুর পোষার জন্য, গণেশের পূজা করা হয় !
ভারতের রাজস্থান রাজ্যের, বিকানির শহর থেকে, তিরিশ কিলোমিটার দূরে, 'দেশনোক' এলাকায়, একটি ইঁদুরের মন্দির
আছে ! মন্দিরটি শ্বেত পাথরে নির্মিত ! সেখানে অসংখ্য নানা জাতের ইঁদুর ঘুরে বেড়ায় ! ইঁদুরদের, তাদের মনোমত খাদ্য-খাবার, দুধ ইত্যাদি, দেয়া হয় ! সেই ইঁদুরদের উচ্ছিষ্ট খাবারের অংশ, রাজস্থানের স্থানীয় মানুষেরা, 'প্রসাদ' হিসাবে, হৃষ্টচিত্তে, গ্রহণ করেন !
মন্দিরের নাম, 'করনি মাতা-র মন্দির'।
'করনি', মা দুর্গাদেবীর রূপভেদ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন