শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

গণেশ পূজা


গণেশ পূজা



দশ দিন ব্যাপী গণেশ পূজা শেষ হয় অনন্ত চতুর্দশীর দিনে !

শিব পার্বতী-পুত্র গণেশকে, তাঁর নিজ পুত্র হিসাবে মেনে নিয়েছিলেন !

গণেশের বাহন মূষিক বা ইদুর।
কোন কোন স্থানে গণেশের বাহন, মা পার্বতীর বাহন, সিংহও !
মাঝে মাঝে গণেশ, সখ করে,  মা পার্বতীর বাহন, সিংহের পিঠেও, চাপতেন !

গণেশ, সর্ব বিঘ্নহন্তা।
গণেশ, প্রারম্ভের দেবতা ! বিঘ্ননাশেরর দেবতা !
শিল্পকলা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষকও !
মহাবল, মেধা ও মহাবুদ্ধির দেবতা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন