শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

এই জগৎ এবং আমরা


এই জগৎ এবং আমরা



এই জগৎ
আদিতে
শ্রীভগবানের
মায়া প্রভাবে
লীন হয়ে
" ব্রহ্মরূপে "
স্থিত ছিল !

ঈশ্বর
অব্যক্ত কালকে
স্বতন্ত্ররূপে
প্রকাশ করে

ঈশ্বরের
ব্রহ্মতন্মাত্রকেও
পুনরায়
স্বতন্ত্ররূপে
প্রকাশ করলেন !

এই জগৎ
এখন
যে রকম আছে
আগেও
সে রকম ছিল !

এবং
ভবিষ্যতেও
সেই রকমই
থাকবে !

ফলে মানুষেরা
 অনাদিকাল থেকে
 আগামী অনন্তকাল
পর্যন্ত
এইখানে
এই জগতে
বসবাস
করবে !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, গোরক্ষপুর, পৃষ্ঠা ২৪৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন