গায়ত্রীমন্ত্র
যে সকল ব্রাহ্মণ
এক লাখ করে
গায়ত্রী মন্ত্র
জপ করেন নি
তাঁদের
কোনো
বৈদিক শাস্ত্রীয় কাজে
নিয়োগ
করা যায় না !*
আপনার ব্রাহ্মণকে
জিজ্ঞাসা করুন
তিঁনি কি
এক লাখ
গায়ত্রী মন্ত্র
জপ করেছেন ?
যদি বলেন
করেছেন
ধরে নিতে পারেন
তিনি
মিথ্যা
বলছেন !
আপনার ব্রাহ্মণ কি
সংস্কৃত জানেন ?
সংস্কৃত
লিখতে পড়তে পারেন ?
সংস্কৃত বর্ণমালা জানেন ? চেনেন ?
তাঁর সংস্কৃত উচ্চারণ কেমন ?
গায়ত্রীমন্ত্র যেভাবে উচ্চারণ করা উচিত
তা কি তিঁনি করতে পারেন ?
ঋগ্বেদে
গায়ত্রী মন্ত্র
শুধু একটিই
নেই !
আছে একাধিক ! অনেকগুলিই।
তবে সবচেয়ে অধিক প্রচলিত এবং প্রচারিত গায়ত্রী মন্ত্র
" তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি।ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। "।
ঋগ্বেদ ৩.৬২.১০।
গায়ত্রীমন্ত্র
সূর্যমন্ত্র।
সংস্কৃতে
সূর্যের
অনেক অনেক নাম আছে !
যেমন সবিতা !
গায়ত্রী মিয়ে একটা গল্প আছে !
এক সময়ে
ব্রহ্মা
যজ্ঞের জন্য দীক্ষিত হয়ে
স্বীয় পত্নী
সাবিত্রীকে
ডেকে আনার জন্য
ইন্দ্রকে
পাঠান।
সাবিত্রী
সেই সময়ে
সাংসারিক কাজে ব্যস্ত থাকায়
যেতে পারেন নি !
সেই কারণে
যজ্ঞে
পত্নীর উপস্থিতি থাকার
একান্ত প্রয়োজনে
ব্রহ্মা
আরেকটি বিবাহ করতে মনঃস্থ করেন !
ব্রহ্মা
ইন্দ্রকে
একটি কন্যা রত্ন
খুঁজে আনার জন্যে বলেন !
ইন্দ্র
খুঁজেপেতে
এক উপযুক্ত
গোপকন্যাকে
সঙ্গে করে নিয়ে আসেন !
ব্রহ্মা
সেই গোপকন্যাকেই
বিবাহ করেন !
সেই গোপকন্যাই
'গায়ত্রী' নামে
সমধিক খ্যাতা হন !
গায়ত্রী
বেদমাতা !
গায়ত্রী।
বৈদিক
ত্রিপাদ
মন্ত্রবিশেষ।
গায়ত্রী
ত্রিপদাদেবী !
গায়ত্রী
ছন্দমাতা !
গায়ত্রী
ষড়াক্ষরপাদ
বৈদিক
ছন্দোবিশেষ।
গায়ত্রী
ব্রহ্মার পত্নী।
গায়ত্রী নিজে
বেদমন্ত্র-গীতকারীকে
ত্রাণ করেন।
গায়ত্রী মন্ত্র।
সবিতার উদ্দেশ্যে
গায়ত্রী ছন্দে
বিশ্বামিত্র-বিরচিত
ঋক্মন্ত্র।
অনেকে বলেন
গায়ত্রীই সাবিত্রী !
* সূত্র : " সংক্ষিপ্ত শিবপুরাণ ", গীতা প্রেস, পৃষ্ঠা ২৯।
* সূত্র : " সংক্ষিপ্ত শিবপুরাণ ", গীতা প্রেস, পৃষ্ঠা ২৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন