ব্রহ্মা
ভগবান
যোগনিদ্রায়
এক সহস্র চতুর্যুগ পর্যন্ত
একার্ণবে
শায়িত ছিলেন।
একার্ণব।
একমাত্র সমুদ্র।
কেননা তখন ছিল সর্বব্যাপী প্লাবন।
সৃষ্টি জুড়ে প্রলয়পয়োধী।
জল।শুধু জল। কেবল জল।
জলে জলে জলময়।
সব কিছু জলে মগ্ন। জলে নিমগ্ন।
তখন সময়টা ছিল
পাদ্মকল্পের প্রারম্ভ। পদ্মকর্ণিকায় অবস্থান করে
ব্রহ্মা
কিছুই দেখতে পেলেন না।
তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে
চারিধারে এবং
আকাশের বিভিন্ন দিকে
কিছু দেখার চেষ্টা করলেন।
এর ফলে
ব্রহ্মার ঘাড়ে
ব্যথা ধরে গেল।
তখন চারদিক দেখার জন্য
ব্রহ্মার
চারটি মুখ গজালো।
ব্রহ্মা
চতুর্বক্ত্র হলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন