শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

বিবেকানন্দ ৫


বিবেকানন্দ ৫



এক সময় ছিল
যখন ভারতে গোমাংস না খেলে
কোন ব্রাহ্মণের
ব্রাহ্মণত্ব থাকত না !

সন্ন্যাসিদেরও
পাঁঠা বা ষাঁড়ের মাংস
খাওয়ার প্রথা
চালু ছিল !

বিবেকানন্দ সম্ভবত
ঘোড়া  এবং ষাঁড়ের মাংস
খেয়েছিলন !

এক সময়ে
বিবেকানন্দের
মাংস খাওয়ার
খুব
ঝোঁক ছিল !

সেই সময়ে
বিবেকানন্দের গুরু
শ্রীরামকৃষ্ণদেব
বেঁচে ছিলেন !
মাংস খাওয়া নিয়ে
শ্রীরামকৃষ্ণ
 কিছু কথা
বিবেকানন্দকে
বলেছিলেন  !

বিবেকানন্দ
এক নাগাড়ে
মাংস খাওয়া
পছন্দ করতেন না !

বিবেকানন্দ
হিং খাওয়া
পছন্দ করতেন না !
হিং-এর উগ্র গন্ধ
তিনি সহ্য করতে
পারতেন না !




* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৬৩, এবং, অন্যান্য খণ্ডগুলি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন