দক্ষিণেশ্বরের কালী
দক্ষিণেশ্বরের কালী !
মায়ের আসল নাম
'জগদীশ্বরী' !
দেবোত্তোর দলিলেও
তাঁর
ছিল সেই নাম !
এরপরে
সর্বত্র
সব জায়গায়
মা 'জগদীশ্বরী'র
"ভবতারিণী"
নাম !
পাপীরা চেয়েছিল
'তারিণী'
নাম !!
ওটা
রাজেশ্বরী রাসমণির
বদনাম !
দক্ষিণেশ্বরের মা
আট-নয় বছরের
বালিকা-রূপিণী মা !
মাকে
ভোরবেলায়
মাখন-মিছরি
বালিকা-ভোগ
হিসাবে
দেওয়া হত !
মিছরি-মাখন দেওয়া
সেই ভোগ
কে বা কারা খেত ?
* সূত্র : 'গৌরাঙ্গ প্রসাদ ঘোষ'-এর, 'রাজেশ্বরী রাসমণি', পৃষ্ঠা ২৭০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন