সাতটি বার
বার।
সপ্তাহের বিভিন্ন দিন।
বাংলায় সাতটি বারের নাম এসেছে, আমাদের সৌরজগতের পাঁচটি গ্রহের নাম থেকে।
গ্রহগুলি
বুধ
শুক্র
মঙ্গল
বৃহস্পতি
শনি।
একটি নাম এসেছে, জ্যোতিষ্ক সূর্য থেকে। সূর্যের অন্য নাম, 'রবি'।
আরেকটি নাম এসেছে, 'অ-জ্যোতিষ্ক', যেটি পৃথিবীর উপগ্রহ, চন্দ্র থেকে। চন্দ্র চাঁদ। চন্দ্রের অপর নাম, 'সোম'।
বারগুলি
সোম
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
শনি
রবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন