শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কমরেডদের কমরেডগিরি

 কমরেডদের কমরেডগিরি

এই দিনে
3 বছর আগে

সবাই এর সাথে শেয়ার করা হয়েছ

Koushik ChakrabortyAsansol-এ  কুল অনুভব করছেন।

আমরা কিন্তু কিচ্ছু ভুলিনি কমরেড ✊




সেই ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ,
আপনাদের গরু খাওয়া 😎
RSS এর অফিসের সামনে দাঁড়িয়ে ,
আপনাদের ভগবত গীতা পোড়ানো 😎
৯২ সালে স্বয়ংসেবকদের ধরে ধরে ,
বিনাকারণে জেলে ভরা 😎
কামদুনি - ধানতলা - বানতলা 😎
সাঁইবাড়ির সেই নৃশংস হত্যালীলা 😎
ছেলের রক্ত দিয়ে ভাত মেখে ,
মাকে খাওয়ানো 😎
আপনাদেরকে ভোট দিতে না চাইলেই ,
সেই বাড়িতে " সাদা থান " পাঠিয়ে দেওয়া 😎
বিজনসেতুতে সন্ন্যাসীদেরকে ,
নির্বিচারে গুলি করে হত্যা করা 😎
অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ,
এদেশীয় ভোটারকার্ড বানিয়ে দেওয়া 😎
নাস্তিকতার আড়ালে ,
হিন্দুসমাজকে নপুংসক বানিয়ে রাখা 😎
কৌটো নাচিয়ে ভিক্ষা করে ,
সেই টাকা দিয়ে Ac পার্টি অফিস বানানো 😎
আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ,
তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া 😎
আলিমুদ্দিনে ,
কখনও জাতীয় পতাকা উত্তোলন না করা 😎
কোনো জাতীয় মনিষীদেরকে সন্মান না করা 😎
বিশেষত : নেতাজিকে কুকুর বলা 😎
৩৪ বছর ধরে ,
কংগ্রেসীদের বিরুদ্ধে লড়াই করে আজ ভোটের জন্য সেই কংগ্রেসেরই হাত চেপে ধরা 😎
আমরা কিচ্ছু ভুলিনি কমরেড ✊
শুধু একবার ওই লালবাড়িটার ওপরে ,
" গেরুয়া ধব্জাটা " পতপত করে উড়ুক ❤
তারপর ৭০ বছরের সবার সব হিসাব হবে 🔥
জয় ভবানী ✊


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন