শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

হরিবোল


হরিবোল



হরিবোল !
সাধারণত
উচ্চকণ্ঠে
এবং সমবেত কণ্ঠে
গাওয়া গান !

হরির নাম
উচ্চারণ !
হরির নাম
সংকীর্তন !

ওটা
আধ্যাত্মিক
পয়স্য
ভোজন !

হিন্দুরা
পূজার শেষে
কীর্তনের শেষে
শববহনের সময়
এবং শবদাহের
কালে
উচ্চারণ
করেন !

শববহনের সময়
শবদাহের কালে
'হরিবোল'
লৌকিক দৃষ্টিতে
দুঃখসূচক রব !

হরি বোল
দুটি শব্দ !
দুটি
ধ্বনি !

হরিবোল
একক শব্দ !
একক
ধ্বনি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন