রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

দ্বি-জাতিতত্ত্ব


দ্বি-জাতিতত্ত্ব



দ্বি-জাতিতত্ত্ব !

ভারতে হিন্দু ও মুসলমান
এই দুই সম্প্রদায় নাকি
ভিন্ন জাতির !

তাঁদের
ডি.এন.এ. কি
আলাদা আলাদা !

সম্ভবত নয় !

মুসলমানদের ক্ষেত্রে
ভিন্ন রাষ্ট্র গঠন করা

এবং সেই ভিন্ন রাষ্ট্রের শক্তি-তে
'ইসলামি তত্ত্বে বিশ্বাসী'
'ইসলামি রাষ্ট্র গঠন করা' !

'আল্লাহ'-কে
আবাহন করে

'আল্লাহ'-কে
সেই রাষ্ট্রের

সবচেয়ে উঁচু পদে
প্রতিষ্ঠিত করা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন