শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুণী


বৌদ্ধ ভিক্ষু  বৌদ্ধভিক্ষুণী



বুদ্ধদেবের সময় কালে
বৌদ্ধভিক্ষুগণ
ধ্যানে
জ্ঞানে
গরিমায়
পরিচয়ে
অতীব উচ্চমার্গের চেতনাসম্পন্ন মানুষ ছিলেন !

বৌদ্ধভিক্ষুগণের মধ্যে
যিঁনি যে বিষয়ে সাধনা করতেন
তিনি সেই বিষয়ে
উন্নতি-লাভ করতেন !


সেই সময়ে, বৌদ্ধভিক্ষুদের মধ্যে

সূত্রধর
বিনয়ধর
ধর্মধর

নামের
তিন ধারার
তিন ধরণের
সাধনকারী ছিলেন !

এই তিন শ্রেণির
বৌদ্ধভিক্ষুগণ
সকলেই ছিলেন
শ্রুতিধর !

এবং অতঃপর
শ্রুতিধর থেকে
মেধাবী স্মৃতিধর !

বৌদ্ধভিক্ষুগণের মতোন
বৌদ্ধভিক্ষুণীগণও
ছিলেন
অতি উচ্চমার্গের
বিনয়ী
সরল
পবিত্র
মেধাসম্পন্না
শ্রুতিধারিণী
এবং
স্মৃতিধারিণী !




* তথ্যসূত্র : উইকিপিডিয়া।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন