মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সৃষ্টি ও লয়


সৃষ্টি ও লয়



সমস্ত চর এবং অচর জগৎ
বিন্দু-নাদ স্বরূপ।
বিন্দু শক্তি।
নাদ শিব।

জগৎ
শিব ও শক্তি স্বরূপ।

বিন্দু ও নাদ
জগতের আধার স্বরূপ।

আধারেই
আধেয়ের সমাবেশ।

আধারেই আবার
আধেয়ের লয়।
সৃষ্টির শেষ।

এই সমাবেশের দৃষ্টিতে
সৃষ্টি প্রক্রিয়ার
প্রাদুর্ভাব।

এবং লয় প্রক্রিয়ায়
সৃষ্টি ধ্বংসের
ধ্বংসাত্মক উল্লাসের রেশ।




* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন