বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

নীচকুল থেকে স্ত্রী


নীচকুল থেকে স্ত্রী



শ্রদ্ধাপূর্বক, নীচ ব্যক্তির নিকট থেকেও, উত্তমবিদ্যা গ্রহণ করা যায় !*

অতি নীচ জাতির নিকট থেকেও, শ্রেষ্ঠধর্ম, অর্থাৎ,
মুক্তিমার্গের উপদেশ, নেওয়া যায় !*

নীচকুল থেকে, বিবাহের জন্য,
উত্তমা স্ত্রী
গ্রহণ করা ভালো !*

তাঁরা মাছের ঝোল রান্না করতে পারবে
আবার রান্না করতে পারবে ডালও !




* সূত্র : মনুসংহিতা ২।২৩৮।
* সুত্র : স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৪৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন