বকরিদ
বকরা। ছাগ।
আরবিতে বক্র !
সংস্কৃতে বর্কর !
বকরি ছাগী !
বকরিদ। বকর ইদ।
রসুল আব্রাহাম কর্তৃক
আল্লাহ-র উদ্দেশে
স্বীয় পুত্রকে
বলিদানের স্মারক-স্বরূপ
মুসলমানদের পর্ব !
ইদ্-উজ্-জুহা।
[ আরবিতে বক্র + ঈদ্ ]
কিন্তু ultimately, রসুল আব্রাহামকে, স্বীয় পুত্রকে, বলিদান দিতে হয় নি ! তিনি আল্লাহ'র কথা মত, একটি মরুভূমির ভেড়া বলিদান দিয়ে, সে যাত্রায় রেহাই পেয়েছিলেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন