পুরনো ভাবনা
ছেলে-মেয়ে-দের তৈরি করে মানুষ করার জন্য, যে একটা যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার সৃষ্টি হয়েছে, তার নাম স্কুল !
ঐ শিক্ষার জন্য দরকার আশ্রমের !
যেটা আশ্রয়স্থল হবে। সব ধরণের শিক্ষা দেবার উপযুক্ত ক্ষেত্র হবে !
আশ্রমে থাকবে সমস্ত জীবনের জন্য, জীবনমুখী-শিক্ষার সজীব ভূমিকা। সুবন্দোবস্ত।
আশ্রমের কেন্দ্রস্থলে থাকবে, ধর্ম ! থাকবেন, ধর্মগুরু !
ধর্ম ছাড়া সমস্ত কিছু অ-ধর্ম !
থাকবে মানবতার, মানবিকতার ধর্ম !
থাকবে সহনশীলতার আর সহযোগিতার প্রতিযোগিতা !
আবার পুরনো ভাবনায় ফিরে যাওয়া, কবে থেকে হচ্ছে শুরু ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন