মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

ভগবান শিবের নৈবেদ্য ভক্ষণ


ভগবান শিবের নৈবেদ্য ভক্ষণ



যেখান থেকে শালগ্রাম শিলার উৎপত্তি হয়, সেখানকার উৎপন্ন লিঙ্গে
রসলিঙ্গে ( পারদ লিঙ্গে )
পাষাণলিঙ্গে
রজতলিঙ্গে
স্বর্ণনির্মিত লিঙ্গে
দেবতাদের দ্বারা প্রতিষ্ঠিত লিঙ্গে
সিদ্ধগণদ্বারা প্রতিষ্ঠিত লিঙ্গে
স্ফটিক লিঙ্গে
এবং সমস্ত জ্যোতির্লিঙ্গে

বিরাজমান
ভগবান শিবের
নৈবেদ্য ভক্ষণ

চান্দ্রায়ণ ব্রতের সমান !

চান্দ্রায়ণ। এক চান্দ্রমাসব্যাপী পালনীয় ব্রত।
চান্দ্রায়ণ, প্রায়শ্চিত্তবিশে্ষ !

প্রায়শ্চিত্ত।
পাপমোচনের জন্য অনুষ্ঠান !
অথবা, স্বেচ্ছায় গৃহীত শাস্তি !
কখনও আবার চিত্তের বিশুদ্ধতাসাধনও প্রায়চিত্ত বটে !

চান্দ্রায়নিক।
চান্দ্রায়ণ ব্রতে দীক্ষিত। চান্দ্রায়ণিকব্রত উদ্‌যাপনকারী !



* সূত্র :  'সংক্ষিপ্ত শিবপুরাণ' গীতা প্রেস, পৃষ্ঠা ৫৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন