শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

লক্ষ্মী


লক্ষ্মী



দেবী লক্ষ্মী
ভগবান শ্রীবিষ্ণুর পত্নী !
দেবী লক্ষ্মীর
অন্য নাম কমলা !

ভগবান বিষ্ণুর
অন্য নাম
শ্রীনারায়ণ !

লক্ষ্মী
সৌভাগ্যের
অধিষ্ঠাত্রী-দেবী !

লক্ষ্মীর জন্ম
মহর্ষি ভৃগুর ঔরসে
খ্যাতির গর্ভে !

ভৃগু
ব্রহ্মার মানস পুত্র।
ব্রহ্মা
ভৃগুকে
অন্যতম প্রজাপতিরূপে
নিযুক্ত করেন !

দক্ষসুতা খ্যাতির সাথে
ভৃগুমুনির বিবা্হ হয় !

বিষ্ণুপত্নী লক্ষ্মী
এঁদের কন্যা !
এবং এঁদের দুই পুত্র
'ধাতা' এবং 'বিধাতা' !

ভৃগু
ধনুর্বিদ্যার প্রবর্তক !

ভৃগু
ভৃগুবংশের আদিপুরুষ !

দেবরাজ ইন্দ্রকে
দুর্বাশা মুনির
অভিশাপের জন্য
একসময়ে
ত্রিলোক শ্রীহীন হলে
লক্ষ্মী
সাগরের জলে
ডুবে গিয়েছিলেন !

লক্ষ্মীর গায়ে
ভারি ভারি
সোনার
অনেক গয়নাগাটি
ছিল !
ফলে
সেগুলোর ভারে
লক্ষ্মী
সাগরের অথৈ জলে
একেবারে সাগরের তলে
তলিয়ে গিয়েছিলেন !

লক্ষ্মীর শরীরে
নিশ্চয়
মাছের মতো
কানকো ছিল !
তাই
জলের নীচে
শ্বাস-প্রশ্বাস চালাতে
অসুবিধা ছিল না !

এই লক্ষ্মী
সাগর মন্থনের
সময়ে
পুনরুত্থিতা হন !

তারপর থেকে
ভগবান বিষ্ণু
লক্ষ্মীকে
নিজের কাছে
নিয়ে নেন !

বিষ্ণু
লক্ষ্মীকে দিয়ে
শুধু
পা-টেপান
আর পা-টেপান !

লক্ষ্মীও সারাদিন ধরে
বিষ্ণুর
পা-টেপেন
আর পা টিপে যান !

এই লক্ষ্মী আবার
ত্রেতাযুগে
সীতারূপে
রাজা জনকের
কন্যা হিসাবে
পৃথিবী থেকে
উত্থিত হন !

আবার
দ্বাপর যুগের শেষে
লক্ষ্মী
রুক্মিণী রূপে
শ্রীকৃষ্ণের
ঘরণী হন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন