অলক্ষ্মী ২
অলক্ষ্মী ! অলক্ষ্মীও দেবতা ! দেবী ! লক্ষ্মীর opposite দেবী !
বলতে পারেন, দুষ্টলক্ষ্মী !
বলতে পারেন, দুর্ভাগের অধিষ্ঠাত্রী দেবী !
তবে অলক্ষ্মী, লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী !
সমুদ্রমন্থনে, লক্ষ্মীর মতন, অলক্ষ্মীরও উত্থান !
তবে, না দেবতারা, না অসুররা, কোন পক্ষই, অলক্ষ্মীকে, আপন করে নেন নি !
পরে, দুঃসহ নামে এক মহাতপা মুনি, অলক্ষ্মীকে বিবা্হ করেন !
তবে, অলক্ষ্মীর ঝগড়াটে স্বভাবের জন্য, সেই ঝগড়ার জ্বালায়, মহাতপা দুঃসহ মুনিও, আলক্ষ্মীকে ত্যাগ করেন !
* সূত্র : 'সরল বাঙালা অভিধান', সুবলচন্দ্র মিত্র সংকলিত, পৃষ্ঠা ১৩২।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন