বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

অলক্ষ্মী


অলক্ষ্মী



অলক্ষ্মী !
সমুদ্রমন্থনে, অলক্ষ্মীকেও পাওয়া গেছে !

অলক্ষ্মী
কালো গায়ের রঙ
দুই হাত
কালো শাড়ি বা নোংরা শাড়ি পরা
হাতে লোহার খাড়ু
গায়ে গুড়-চন্দন লেপা ( গা-চাটলে মিষ্টি লাগবে ! )
খ্যাংরা হাতে
মাঝে মাঝে গাধার পিঠে চড়ে বসেন ( শেতলা ঠাকুরানির মতন ! )
ঝগড়া করতে ভালোবাসেন
গরীব অবস্থার মধ্যেই জীবন কাটান !

কালীপূজার অমাবস্যায়, সকালের দিকে, গোবর ছেনে ছেনে,  অলক্ষ্মীর-পুতলি তৈরি করে, কালো ফুলে ( কালো ফুল পাবেন কোথায় ? ), বাঁ-হাত দিয়ে ( চাঁদ-সদাগর মা-মনসার গল্প মনে করুন ), চোখ বন্ধ করে,  অলক্ষ্মীর পূজা করতে হয় !

কুলো বাজিয়ে, সকাল সকাল, কিংবা সন্ধ্যেয়, অলক্ষ্মীকে বাড়ির বাইরে, বিসর্জন দিতে হয় !

পূজার নৈবেদ্য ইত্যাদির কথা কিছু বলা নেই !

পূজা যখন হয়, তখন, হিন্দুশাস্ত্র অনুযায়ী, পূজার মন্ত্রও নিশ্চয় থাকবে ! মন্ত্র-তো সংস্কৃতে ! অলক্ষ্মী তা বুঝবেন তো ?

আর পুরোহিতও থাকতে পারেন ! তাঁর কিছু রোজগারও হবে !

আপনি লক্ষ্মীকে যদি আদর করে ডাকেন,  ও-লক্ষ্মী ! আ-লক্ষ্মী ! ওরে-অ-লক্ষ্মী ! তখন এসে যাবে,  "অলক্ষ্মী" !



* সূত্র : 'পদ্মপুরাণ', উত্তর খন্ড।
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১৯১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন