লব-কুশ
লব-কুশকে
অবিকল
এক্বেবারে
রামের মতন
দেখতে ছিল !
লব-কুশ
জন্ম থেকে
প্রথম জীবন পর্যন্ত
বাল্মীকির
আশ্রমবাসী ছিল !
লব-কুশ
বরাবরই
ছিল
গন্ধর্বদের মতন
পরমসুন্দর !
লব-কুশ
মধুর
কণ্ঠস্বর বিশিষ্ট
ও সঙ্গীতজ্ঞান বিশিষ্ট
ছিল !
রামায়ণ গান
গেয়ে গেয়ে
একতারা বাজিয়ে
সুর করে
গাওয়া হত !
রামায়ণ গানে
ছিল
সঙ্গীত-বিদ্যার
অপরূপ
মূর্ছনাতত্ত্ব !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন