সমাধি
সমাধি
সমাধিতে
হৃদয়াবেগ সামান্য উচ্চগ্রামে ওঠার ফলে, যদি দৃষ্টি স্তিমিত হয়, যদি ইন্দ্রিয়গুলি সব স্তব্ধ হয়, যদি প্রাণস্পন্দন নিরুদ্ধপ্রায় হয়, তবেই যে সমাধি হয়, তবেই ষে সত্যি সত্যি সমাধি লাভ হয়েছে, সে কথা কিন্তু বলা যায় না !
সমাধি
চেতনার আলোর বিস্ফারণ !
সমাধি
প্রজ্ঞাজ্যোতিঃ'র সমুদ্ভাসন !
যার ফলে হয়, যোগির, যোগজ প্রত্যক্ষীকরণ !
যোগির সফল সাধনা !
যোগির আনন্দ আর, ধরে না !
যোগী উৎফুল্ল !
যোগী হর্ষোৎফুল্ল !
* পটভূমি : গোবিন্দগোপাল মুখোপাধ্যায়-এর, 'চেতনার আরোহিণী'।
Pranab Kumar Kundu
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন