বুধবার, ১ নভেম্বর, ২০১৭

শিক্ষা ( গদ্য )







শিক্ষা ( গদ্য )



শিক্ষা

শিক্ষা, আমাদের অজ্ঞতা থেকে, নব আলোকে উদ্ভাসিত করে।
শিক্ষা আধ্যাত্মিক,  রাজনৈতিক, পঠনপাঠন সম্পর্কিত, সমাজকেন্দ্রিক, অর্থনৈতিক, বা যে কোন বিষয়ভিত্তিক হতে পারে।
শিক্ষায় তত্ত্বগত এবং বৃত্তিগত, উভয় ধারার সংমিশ্রণ থাকা দরকার।
শিক্ষা আসলে বিমুক্তিকরণ।
চিন্তাশক্তির দৈন্যতা এবং অশিক্ষায় আবদ্ধ থাকার জটিলতা থেকে,  মুক্ত হবার শিক্ষা ।
শিক্ষা আমাদের মুক্ত করে দেয় ! মুক্তমনা করে দেয়।
ভাবনা্য় চৈতন্য আনে।
জীবনব্যাপী জীবনধারায় সাযুজ্য রক্ষা করে।

শিক্ষায় শিক্ষাতিমি না হয়ে, আমাদের জীবনে দরকার, তার সুষ্ঠু সার্বিক তত্ত্বগত ও ব্যবহারিক প্রয়োগ।
নচেৎ শিক্ষা সুপ্ত থেকে যাবে !
আজকাল, এই শিক্ষাতিমি, আর শিক্ষাতিমিঙ্গিলরা সমাজে, লুটোপাটি করে, হুটোপাটি করে, আখের গোছায় !
চোখ রাঙায়।
রাজনীতিতে যোগ দেয়।
আর আমাদের কপাল পোড়ায় !
অন্যের বশংবদ হয়ে থাকে।

শিক্ষা আসলে, সুশিক্ষাগুলোর গ্রন্থিবন্ধন করানো।
শিক্ষার বিভিন্নধারার মিলিত সত্ত্বার সঠিক মেলবন্ধন করানো।

শিক্ষায় থাকবে
সার্থক সমন্বয়পুর্ণ ঐকতান
ও তার সুব্যবহারিক সুপ্রয়োগের বিধান !

Pranab Kumar Kundu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন