মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

আত্মার কেল্লা ( গদ্য )


আত্মার কেল্লা ( গদ্য )



আত্মার কেল্লা


আত্মার স্থান হৃদয়ে ! মস্তিষ্কে নয় ! মস্তিষ্কের বুদ্ধিতে নয় !

হৃদয়ে একশত এবং একটি, নাড়ি আছে !

হৃদয়ের কাছে, যে স্বতন্ত্র সমবেদী নার্ভগ্রন্থি আছে, সেটাই হৃদয়ের প্রধান কেন্দ্র !

সেটাই আত্মার কেল্লা !

বিবেকানন্দ, মাঝেমাঝে, সেই  আত্মার কেল্লা, ঢেকে রাখতেন, পরে,  বিরাট এক আলখেল্লা !




* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', অষ্টম খণ্ড, পৃষ্ঠা ১০২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন