শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

কমল


কমল



নারায়ণ
জলশয্যায়
শায়িত ছিলেন !

তাঁর নাভি থেকে
এক বিরাট আকারের
উত্তম কমল প্রকটিত হয় !

কমলটির
অসংখ্য
নালদণ্ড ছিল !

কমলের দল
হলুদ রঙের
অায়তনে অনন্ত যোজন বিস্তৃত !

সেইটি
সর্বোত্তম কমল !
দর্শনের ষোগ্য !



* শিবপুরাণ/৭৪।

শিবলিঙ্গ


শিবলিঙ্গ



একসময়ে তুমি
শিবলিঙ্গ পূজায়
মগ্ন থাকতে.....

এখন বলো
যাঁকে স্বামী হিসাবে
পেয়েছ

তুমি তোমার
নিজ রুচি
অভিরুচি অনুযায়ী

সর্বগন্ধময়
সর্পময়
শিবলিঙ্গ পেয়েছ কিনা !

ভস্ম


ভস্ম



রুদ্রাগ্নির
সবথেকে
উত্তম বীর্য
ভস্ম !

যে সবসময়ে
সারাগায়ে
ভস্ম লাগিয়ে রাখে
সে বীর্যবান !

যার শরীর
ভস্মস্নানে
শুদ্ধ
সে ভস্মনিষ্ঠ !

ভস্ম
পাপ ভক্ষণ করে
পুণ্য
আনয়ন করে !





* শিব/৫০১।



নারদ


নারদ



হাতের রেখা
ব্রহ্মার লিপি !

তা কখনো
মিথ্যা হবার নয় !

তবে সে রেখা
পড়তে জানা চাই !

হস্তরেখাবিদ জ্ঞানীমুনি নারদ !
আর কয়জনই বা থাকেন ?

বাকিরা তো সব
হাঁড়িমুখে আলকাতরা মাখেন !

আমাদের দু'জনের প্রেম


আমাদের দু'জনের প্রেম


আমাদের দু'জনের
প্রেম !
একে অন্যের
অনুরূপ !

তা উচ্চকোটির !

সে প্রেম
আগে কখনো
কারো বেলায়
হয়নি 
দেখাও যায়নি !
পরে হবে কিনা
তাও সন্দেহ !

আমরা দু'জনে
সময়ে অসময়ে
অর্ধনারীশ্বর !

তোমার মতো
অর্ধেক নারী
আর অর্ধেক
আমার মতো
মনুষ্য-ঈশ্বর !

এই জগৎ এবং আমরা


এই জগৎ এবং আমরা



এই জগৎ
আদিতে
শ্রীভগবানের
মায়া প্রভাবে
লীন হয়ে
" ব্রহ্মরূপে "
স্থিত ছিল !

ঈশ্বর
অব্যক্ত কালকে
স্বতন্ত্ররূপে
প্রকাশ করে

ঈশ্বরের
ব্রহ্মতন্মাত্রকেও
পুনরায়
স্বতন্ত্ররূপে
প্রকাশ করলেন !

এই জগৎ
এখন
যে রকম আছে
আগেও
সে রকম ছিল !

এবং
ভবিষ্যতেও
সেই রকমই
থাকবে !

ফলে মানুষেরা
 অনাদিকাল থেকে
 আগামী অনন্তকাল
পর্যন্ত
এইখানে
এই জগতে
বসবাস
করবে !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, গোরক্ষপুর, পৃষ্ঠা ২৪৫।

কাল ২


কাল ২



বিষয়ের রূপান্তর
এবং পরিবর্তন করানো
কালের প্রকৃতি !

কালও
ঈশ্বরেরই মতন
স্বয়ং নির্বিশেষ !

অনাদি

অনন্ত !

কালকে
নিমিত্ত করে
ব্রহ্মতন্মাত্র

আমাদের
মধ্যে
প্রকাশ !

কালকে
নিমিত্ত করে
আমাদের জন্ম

আমাদের বেঁচে থাকা !
আবার
আমাদের নিত্যপ্রলয় !

এবং
অবশেষে
সেই সুখদায়ক মৃত্যু !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত', পৃষ্ঠা ২৪৫।

খগম


খগম



পৌরাণিক কালে
'খগম'  নামে এক
ঋষিপুত্র ছিল !

সে
খুব বদখদ
বদমেজাজি  ছিল !

ফলে
'সহস্রপাদ'  নামের
এক ঋষিবন্ধুর শাপে

খগম
ঢোঁড়া সাপে
পরিণত হয়েছিল !



* সংসদ/২২১।

মায়াবাদ ২


মায়াবাদ ২


মায়াবাদ
অনুসারী
বেদান্তী !

কেবল
অদৃশ্যমান জগৎ সৃষ্টির জন্য
রয়েছে

ঈশ্বরের 
সৃষ্টিমূলক 
সৃষ্টি-দৃষ্টি !

অদৃশ্যমান জগৎ থেকে
আপনা-আপনি
হয়ে চলে

দৃশ্যমান 
জগতের
সৃষ্টি !

মায়াবাদ
অপরূপ
মতবাদ !

মায়াবাদ
ভাব-অনুভূতিতে রয়েছেন
বেদান্তী !


মায়াবাদ !


মায়াবাদ !


মায়াবাদ !
মায়াসম্বন্ধীয়
মতবাদ !

দৃশ্যমান জগৎ
মায়ার সৃষ্টি !
সুতরাং মিথ্যা !

অদৃশ্যমান জগৎ
ঈশ্বরের সৃষ্টি !
সুতরাং সত্যি !

ঈশ্বর নিজেই সত্যি !
ঠাকুর-দেবতা সত্যি !
পরমেশ্বরও সত্যি !

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

প্রেমিকা


প্রেমিকা


প্রেমিকা !

একটি সাত্ত্বিকভাবের
সঙ্গম-অযোগ্যা
নারী !

অমন নারী
থাকতে পারে
মনে !

মেঘালয়ে !

কখনো নয়
নিজের আলয়ে !

কবিতানিচয় ২৯/০৯/২০১৬



কবিতানিচয় ২৯/০৯/২০১৬




সেপ্টেম্বর
29
·
আরো
Facebook © 2017

আজ থেকে 1 বছর আগে

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 11:25 PM-এ ·
ছড়া ( একুশ )
 পাত্রীপক্ষ কন্যাপক্ষের  শয়তানি পাত্রী দেখার  হয়রানি। অর্থ গেল   সময় গেল একটা পুরো   বিকেল গেল আমি কি আর   সব জানি? শুধু  শুধুই   ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 09:10 PM-এ ·
ব্রহ্মার আয়ু
সত্য ত্রেতা দ্বাপর কলি প্রত্যেকটা এক এক যুগ। সব যুগের সময় সমান নয়। চার যুগ মিলে এক চতুর্যুগ। এইভাবে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 08:46 PM-এ ·
কান্না
চোখের কোটর তো চোখের জলে সামান্য ভেজা ভেজা। আলো ঠিকরে পড়লে চোখ চকচক করে। ভয়ে বেদনায় অবেগে হতাশায় আচ্ছনতায় চোখের জল  বেড়ে গিয়ে টস...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 08:28 PM-এ ·
বৃদ্ধ বয়স
বৃদ্ধ বয়সে শরীরে অসমর্থতা। নানান  ধরণের অসুস্থতা  আসে। রোগভোগের কারণ  হয়। ওঠাবসা চলাফেরা প্রাত্যহিক কাজকর্মে কষ্ট হয়। বাড়ির লোকেরা গ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 07:55 PM-এ ·
ধর্ম অধর্ম
আমাদের শাস্ত্রে সবই ধর্ম। বর্ণাশ্রম একটি স্বীকৃত স্বাভাবিক ধর্ম। বৈরাগ্যের নিবৃত্তিমার্গ আসক্তির প্রবৃত্তিমার্গও ধর্ম। ধর্মের প্...
PRANABK.BLOGSPOT.COM
2টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 07:36 PM-এ ·
জাতপাতের ধর্ম
জাতপাতের রাজনীতি একটি স্বীকৃত স্বাভাবিক ধর্ম হওয়াতে সে ধর্ম বিলুপ্ত করা যাচ্ছে না! তাই কোটা সিস্টেমে খোঁটা বেঁধে তাতে ধর্মদড়ি পরিয়ে...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 07:19 PM-এ ·
তুমি (তিন )
তুমি সবুজ বর্ণের পঙ্গপাল পতঙ্গ তুমি সবুজ রঙের লালচোখের তোতাপাখি তুমি তড়িদ্‌গর্ভ বিদ্যুতে মেঘ তুমি বাজ ফেলে সৃষ্টি ধ্বংস কর ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 07:11 PM-এ ·
ঈশ্বর ( সাত )
সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঈশ্বরের স্থূল শরীর। সকল সমষ্টি সূক্ষ্ম শরীর ঈশ্বরের সূক্ষ্ম শরীর। মায়া ঈশ্বরের কারণ শরীর। ঈশ্বরের এই তিন শরীরের ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 06:58 PM-এ ·
ঈশ্বর ( সাত )
সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঈশ্বরের স্থূল শরীর। সকল সমষ্টি সূক্ষ্ম শরীর ঈশ্বরের সূক্ষ্ম শরীর। মায়া ঈশ্বরের কারণ শরীর। ঈশ্বরের এই তিন শরীরের ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 05:06 PM-এ ·
তুমি (তিন )
তুমি সবুজ বর্ণের পঙ্গপাল পতঙ্গ তুমি সবুজ রঙের লালচোখের তোতাপাখি তুমি তড়িদ্‌গর্ভ বিদ্যুতে মেঘ তুমি বাজ ফেলে সৃষ্টি ধ্বংস কর ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 03:24 PM-এ ·
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ
সাত্ত্বিক ব্যক্তিরা ঈশ্বরের এত সন্নিকটে অবস্থান  করেন যে তাঁদের পক্ষে সংগ্রামমুখর রাজসিক কর্ম করে পরের  উপকার বা   ধর্মপ্রচার কোন...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 02:31 PM-এ ·
তত্ত্ব
তত্ত্বের যথাযথ সম্পর্ক কেবল সজাতীয় তত্ত্বের সঙ্গেই হতে পারে। বিজাতীয়  তত্ত্বের সঙ্গে কেবল বিজাতীয় সম্পর্ক! আমাদের  ' আত্মা '-তত্ত্ব...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 01:36 PM-এ ·
প্রকৃতি
জীবদের  নিজ নিজ গুণের  পরিপ্রেক্ষিতে এবং  তাদের  কর্ম অনুসারে জীবদের  স্ব স্ব স্বভাব গড়ে ওঠে! সেই  স্বভাবই সেই সেই জীবের প্রকৃতি! ...
PRANABK.BLOGSPOT.COM
1টি শেয়ার
শেয়ার করুন

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
29 সেপ্টেম্বর 2016, 08:06 AM-এ ·
পুনর্জন্ম
পুনর্জন্ম  বললেই পুনর্জন্ম  হয় না! পুনর্জন্ম হতে পারে কেবল  কল্পের আদিতে! অন্যসময়ে পৃথিবীতে এমনিজন্মের লোক জন্মাতে পারে। কিন্তু  ...
PRANABK.BLOGSPOT.COM
2টি শেয়ার
শেয়ার করুন
29 সেপ্টেম্বর এর জন্য এতোটাই।
এখানে এমন আরও কিছু স্মৃতি রয়েছে যা আমরা আশা করি আপনি লাইক করবেন।

Pranab Kumar Kundu একটি লিঙ্ক শেয়ার করেছেন।
25 সেপ্টেম্বর 2016, 09:10 AM-এ ·
উত্তরণ
আমাদের বিবেক জেগে ওঠে মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক বুদ্ধির আকর। বুদ্ধিকে ভর করে বিবেক দশদিকে ছড়িয়ে পড়ে। আমাদের শ্রদ্ধা জেগে ওঠে হৃদয় থেকে...
PRANABK.BLOGSPOT.COM
5টি শেয়ার
শেয়ার করুন
আসার জন্য ধন্যবাদ!

চারটে বিয়ে


চারটে বিয়ে


চারটে 
বিয়ে !

এখন আর
তাৎক্ষণিক
তালাক দিতে
পারবে না !

তাই চারটে
বৌ-ই
থেকে গেল !

তাই
আরেকটা
নিকা-ও করতে
পারবে না !

তাই তো
মনে হয়

তাঁরা
বিশ্বভুবনই
হারালো !

ত্রিকালজ্ঞ


ত্রিকালজ্ঞ


যিনি
অতীত
বর্তমান
ভবিষ্যৎ
ঐ তিন কালের
সমস্ত ঘটনা
সমস্ত  "অ-ঘটনা"
সমস্ত কিছুই জানেন !!

তিনি
সকল অর্থে
সর্বজ্ঞ।

তার বাইরে
আমরা সবাই
অজ্ঞতাপ্রসূত
অজ্ঞতামূলক

নির্লজ্জভাবে
অজ্ঞ !

বিদ্যাসাগর ১

বিদ্যাসাগর ১          শেয়ার করেছেন      প্রণব কুমার কুণ্ডু।

মিন্টু ঘোষ-এর লেখা

Mintu Ghosh
26 সেপ্টেম্বর, 02:55 PM-এ ·
🙏🙏 শিক্ষা ও সমাজ সংস্কারক --- বিদ্যার সাগর --- দয়ার সাগর --- পণ্ডিত ঈশ্বর চন্দ্র 🙏🙏
(পর্ব - 1)
------------------------------------------------------------------------
ঊনবিংশ শতাব্দীতে এক যুগপুরুষ, মহাত্মা, মহামানব ভারতবর্ষে আবির্ভূত হন । তিনি ছিলেন একজন শিক্ষা ও সমাজ সংস্কারক, দয়ার সাগর, বিদ্যার সাগর, নির্ভীক, অন্যায়ের সঙ্গে আপোষ করতে না শেখা, অসম্ভব জাতীরতাবাদী, বিরসিংহের সিংহ পুরুষ --- পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তাঁর প্রকৃত নাম --- ঈশ্বর চন্দ্র বন্দোপাধ্যায়। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। প্রথম জীবনে অগাধ পাণ্ডিত্যের জন্য "বিদ্যাসাগর" উপাধীতে ভূষিত হন। তিনি সংস্কৃত, বাংলা ও ইংরাজী ভাষায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনিই প্রথম বাংলা লিপির সংস্কার করেন।
তাঁর বিখ্যাত ও' জনপ্রিয় রচনা --- শিশুপাঠ্য "বর্ণপরিচয়", "সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ"। এছাড়াও আছে একাধিক পাঠ্যপুস্তক, সাহিত্য এবং সংস্কৃত ও' হিন্দী থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও' জ্ঞান-বিজ্ঞান মূলক বহু রচনা।
26 শে সেপ্টেম্বর, 1880 সালে এই মনিষীর জন্ম হয়। জন্মস্থান তদানীন্তন পশ্চিম বঙ্গের হুগলি জেলার (এখন পশ্চিম মেদিনীপুর) বীরসিংহ গ্রামে। পিতা --- ঠাকুর দাস বন্দোপাধ্যায় ও' মাতা --- ভগবতী দেবী। তাঁর স্ত্রীর নাম -- দীনময়ী দেবী, সন্তান --- নারায়ণ চন্দ্র বিদ্যারত্ন।
স্ত্রী শিক্ষার প্রচলন, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, বহু বিবাহ রোধে তাঁর অক্লান্ত পরিশ্রম ও অবদান বাঙালি তথা ভারতবর্ষে চিরস্মরনীয়। কথিত আছে সাহায্য চেয়ে খালি হাতে তাঁর দরজা থেকে কেউ ফিরে আসেনি। তাই তিনি "দয়ার সাগর"। একবার বিদেশে মাইকেল মধুসূদন দত্ত অসম্ভব আর্থিক সংকটে পরেন। বিদ্যাসাগর ওনাকে ধার করে হলেও আর্থিক সাহায্য করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তাঁর মধ্যে যথার্থই দেখেছিলেন --- প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি, বাংলা তথা ভারত মায়ের হৃদয়বৃত্তি। তাঁর মাতা পিতার প্রতি ভক্তি ও' বজ্রকঠিন চরিত্র চির পরিচিত। একবার মায়ের ডাকে ভরা দামোদর নদী সাঁতার কেটে পার হয়ে মায়ে কাছে এসেছিলেন!
বিদ্যাসাগরের জীবনী একটা মহাকাব্যের থেকে কোন অংশে কম নয়! আমি প্রধাণত ওনার জীবনীর নিম্নলিখিত অংশগুলির আলোকপাত করতে চাইছি ---
1. বাল্য জীবন,
2. শিক্ষা-দীক্ষা
3. সমাজ সংস্কার,
4. শিক্ষা সংস্কার,
5. সাহিত্য,
6. উপাধি,
7. চারিত্রিক বৈশিষ্ট্য
8. শেষ জীবন।
# চলবে ----

বিদ্যাসাগর ২


বিদ্যাসাগর ২

শেয়ার করেছেন         প্রণব কুমার কুণ্ডু।

🙏🙏 শিক্ষা ও সমাজ সংস্কারক --- বিদ্যার সাগর --- দয়ার সাগর --- পণ্ডিত ঈশ্বর চন্দ্র 🙏🙏
(পর্ব - 2)
------------------------------------------------------------------------
পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর স্মরণে "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়", "বিদ্যাসাগর সেতু"।
বিদ্যাসাগরের বাবা কলকাতায় চাকরি করতেন। পরিবার সঙ্গে নিয়ে কলকাতায় বসবাস করা সাধ্যে কুলায় নি। তাই বালক ঈশ্বর চন্দ্র মা ও ঠাকুমার সঙ্গে গ্রামেই থাকতেন। কথিত আছে ছোটবেলা থেকেই উনি খুব জেদী ছিলেন! বাবা যা বলতেন উল্টো কাজ করতেন উনি। পরে বাবাও চালাকি করে উল্টো বলে কাজের কাজটি করিয়ে নিতেন!
4 বছর 9 মাস বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন। কিন্তু এই বিদ্যালয়ে প্রচন্ড কড়া শাস্তি দেওয়া হত। তাই দাদুর ইচ্ছায় পাশের গ্রামের স্কুলে ভর্তি করা হল। বয়স 8 বছর। ঈশ্বর চন্দ্রের কাছে শিক্ষক --- কালীকান্ত আদর্শ শিক্ষক ছিলেন। সেখানেই প্রচলিত বাংলা শেখেন তিনি। নভেম্বর, 1928 ---- পাঠশালার শিক্ষা সমাপ্ত করেন তিনি। উচ্চশিক্ষা লাভের জন্য বাবার সঙ্গে কলকাতায় এলেন। সঙ্গে এলেন প্রথম গুরু কালীকান্ত ও' চাকর আনন্দরাম।
পায়ে হেঁটে কলকাতা আসার পথে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন। বড়বাজারের বিখ্যাত সিংহ পরিবার --- জগদ্দুর্লভ সিংহের বাড়ীতে আশ্রয় পেলেন। 1 লা জুন, 1829, সংস্কৃত কলেজিয়েট স্কুলে ব্যাকরণের তৃতীয় শ্রেনীতে ভর্তি হলেন। এখানে তাঁর সহপাঠী ছিলেন --- মুক্তারাম বিদ্যাবাগীশ ও' মদনমোহন তর্কালঙ্কার। 3.5 বছরে উনি কোর্স কম্প্লীট করেন! 12 বছর বয়সে কাব্য শ্রেনীতে প্রবেশ করলেন।
বিখ্যাত শিক্ষক পেলেন --- পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারকে। 1834 এ বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য প্রাইজ পেলেন --- 5 টাকা মূল্যের পুস্তক। টাকার অঙ্কে যাবেন না প্লীজ। এই বছরই তাঁর বিবাহ হয়।
1836 এ অলংকার পাঠ কম্প্লীট করেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। বিখ্যাত হন --- রঘুবংশম, সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ, রত্নাবলী, মালতী মাধব, উত্তর রামচরিত, মুদ্রারাক্ষস ইত্যাদি গ্রন্থে। 1837 এ মাসিক বৃত্তি বেড়ে 8 টাকা হল।
১৮৩৭ সালের মে মাসে তাঁর ও মদনমোহনের মাসিক বৃত্তি বেড়ে হয় আট টাকা।
এরপর শুরু করলেন -- বেদান্ত ও' ন্যায় দর্শন। এখানেও অসামান্য মেধার পরিচয় দেন তিনি। জেলা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। ত্রিপুরায় জেলা জজের পদ পান। কিন্তু পিতার অনিচ্ছার জন্য এই পদ ত্যাগ করেন। পিতার ইচ্ছায় মনু সংহিতায় ভর্তি হলেন। এখানেও প্রথম স্থান! 100 টাকার পুরষ্কার পেলেন।
1840-41 এ ন্যায় শিক্ষা। আবার প্রথম স্থান। বৃত্তি পেলেন 100 টাকা! এছাড়াও পদ্য রচনার জন্য 8, বাংলায় কোম্পানি রেগুলৈশন পরীক্ষার জন্য 25 --- মোট 233 টাকা বৃত্তি পেতে থাকলেন!
# চলবে ----
লাইক
মন্তব্য করুন

বিদ্যাসাগর

বিদ্যাসাগর

শেয়ার করেছেন              প্রণব কুমার কুণ্ডু !



🙏🙏 শিক্ষা ও সমাজ সংস্কারক --- বিদ্যার সাগর --- দয়ার সাগর --- পণ্ডিত ঈশ্বর চন্দ্র 🙏🙏
(পর্ব - 2)
------------------------------------------------------------------------
পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর স্মরণে "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়", "বিদ্যাসাগর সেতু"।
বিদ্যাসাগরের বাবা কলকাতায় চাকরি করতেন। পরিবার সঙ্গে নিয়ে কলকাতায় বসবাস করা সাধ্যে কুলায় নি। তাই বালক ঈশ্বর চন্দ্র মা ও ঠাকুমার সঙ্গে গ্রামেই থাকতেন। কথিত আছে ছোটবেলা থেকেই উনি খুব জেদী ছিলেন! বাবা যা বলতেন উল্টো কাজ করতেন উনি। পরে বাবাও চালাকি করে উল্টো বলে কাজের কাজটি করিয়ে নিতেন!
4 বছর 9 মাস বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন। কিন্তু এই বিদ্যালয়ে প্রচন্ড কড়া শাস্তি দেওয়া হত। তাই দাদুর ইচ্ছায় পাশের গ্রামের স্কুলে ভর্তি করা হল। বয়স 8 বছর। ঈশ্বর চন্দ্রের কাছে শিক্ষক --- কালীকান্ত আদর্শ শিক্ষক ছিলেন। সেখানেই প্রচলিত বাংলা শেখেন তিনি। নভেম্বর, 1928 ---- পাঠশালার শিক্ষা সমাপ্ত করেন তিনি। উচ্চশিক্ষা লাভের জন্য বাবার সঙ্গে কলকাতায় এলেন। সঙ্গে এলেন প্রথম গুরু কালীকান্ত ও' চাকর আনন্দরাম।
পায়ে হেঁটে কলকাতা আসার পথে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন। বড়বাজারের বিখ্যাত সিংহ পরিবার --- জগদ্দুর্লভ সিংহের বাড়ীতে আশ্রয় পেলেন। 1 লা জুন, 1829, সংস্কৃত কলেজিয়েট স্কুলে ব্যাকরণের তৃতীয় শ্রেনীতে ভর্তি হলেন। এখানে তাঁর সহপাঠী ছিলেন --- মুক্তারাম বিদ্যাবাগীশ ও' মদনমোহন তর্কালঙ্কার। 3.5 বছরে উনি কোর্স কম্প্লীট করেন! 12 বছর বয়সে কাব্য শ্রেনীতে প্রবেশ করলেন।
বিখ্যাত শিক্ষক পেলেন --- পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারকে। 1834 এ বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য প্রাইজ পেলেন --- 5 টাকা মূল্যের পুস্তক। টাকার অঙ্কে যাবেন না প্লীজ। এই বছরই তাঁর বিবাহ হয়।
1836 এ অলংকার পাঠ কম্প্লীট করেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। বিখ্যাত হন --- রঘুবংশম, সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ, রত্নাবলী, মালতী মাধব, উত্তর রামচরিত, মুদ্রারাক্ষস ইত্যাদি গ্রন্থে। 1837 এ মাসিক বৃত্তি বেড়ে 8 টাকা হল।
১৮৩৭ সালের মে মাসে তাঁর ও মদনমোহনের মাসিক বৃত্তি বেড়ে হয় আট টাকা।
এরপর শুরু করলেন -- বেদান্ত ও' ন্যায় দর্শন। এখানেও অসামান্য মেধার পরিচয় দেন তিনি। জেলা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। ত্রিপুরায় জেলা জজের পদ পান। কিন্তু পিতার অনিচ্ছার জন্য এই পদ ত্যাগ করেন। পিতার ইচ্ছায় মনু সংহিতায় ভর্তি হলেন। এখানেও প্রথম স্থান! 100 টাকার পুরষ্কার পেলেন।
1840-41 এ ন্যায় শিক্ষা। আবার প্রথম স্থান। বৃত্তি পেলেন 100 টাকা! এছাড়াও পদ্য রচনার জন্য 8, বাংলায় কোম্পানি রেগুলৈশন পরীক্ষার জন্য 25 --- মোট 233 টাকা বৃত্তি পেতে থাকলেন!
# চলবে ----
লাইক
মন্তব্য করুন