সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

নরেন্দ্র দামোদরদাস মোদি

প্রণব কুমার কুণ্ডু










নরেন্দ্র দামোদরদাস মোদি


বোম্বে প্রেসিডেন্সির, মহেসানা জেলার, বড়নগর নামক স্থানে, এক ঘাঞ্চী তেলি নিম্নবর্গের সম্প্রদায়ের পরিবারে, শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি, জন্মগ্রহণ করেন।
বর্তমানে, স্থানটি, গুজরাত রাজ্যে।

ঘাঞ্চী সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী, মোদিজির তেরো বছর বয়সে, যশোদাবেন চিমনলাল নামের একটি মেয়ের সঙ্গে, মোদিজির 'বিবাহ' ঠিক হয়।এবং মোদিজির আঠারো বছর বয়সে, তাঁদের মধ্যে বিবাহ অনুষ্ঠান নিষ্পন্ন হয়।

গুজরাতের চারটি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, মোদিজি, তাঁর বিবাহ সম্ভন্ধে, নীরবতা অবলম্বন করেছিলেন !

কিন্তু ২০১৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত, ষোড়শ জাতীয় সাধারণ নির্বাচনের মনোনয়ন-পত্র জমা দেওয়ার সময়, মোদিজি, যশোদাবেনকে, নিজের আইনত বৈধ স্ত্রী হিসাবে, স্বীকার করেছিলেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন