শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

ভৃগু ঋষি








ভৃগু ঋষি



প্রণব কুমার কুণ্ডু










ভৃগু ঋষি



এটা বলা হয়, ভৃগু ঋষি, ব্রহ্মার হৃদয় থেকে নিঃসৃত !
মতান্তরে, ব্রহ্মার ত্বক থেকে, ওনার জন্ম !
মনুসংহিতা মতে, উনি মনুসৃষ্ট দশ প্রজাপতির মধ্যে একতম !
কর্দমকন্যা খ্যাতি ওনার পত্নী।
ধাতা, বিধাতা, উনার পুত্রদ্বয়।
ভৃগু ঋষি, ভৃগুবংশের আদি পুরুষ।
এই ভৃগুঋষির পদচিহ্ন, শ্রীবৎসচিহ্ন, শ্রীবিষ্ণুর বুকে ধরা আছে !
ঋষি ভৃগু যখন সজোরে লাথি মেরেছিল, শ্রীবিষ্ণুর বুকে, তখন শ্রীবিষ্ণুর খুব লেগেছিল, সে গিয়ে কান্নাকাটি করেছিল, তার মায়ের কাছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন