সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

আরবান নকসাল


আরবান নকসাল


বঙ্গীয় সাহিত্য পরিষৎ, নৈহাটি শাখার উদ্যোগে, গত ৬ই ডিসেম্বর ২০১৮ তারিখে, নৈহাটিতে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ১৬৬তম জন্মোৎসব পালন সভা, অনুষ্ঠিত হয়েছিল।
উক্ত সভায়, শ্রোতা হিসাবে,  উপস্থিত হওয়ার জন্য,  আমি নিমন্ত্রিত হয়েছিলাম।

ঐ জন্মোৎসভায়, অধ্যাপক ড, মলয় রক্ষিত, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন।
অধ্যাপক রক্ষিত, বর্তমানে, কর্মসূত্রে,  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আবদ্ধ।
এর আগে তিনি, কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাথে, যুক্ত ছিলেন।

অধ্যাপক রক্ষিত, তাঁর বক্তব্য রাখতে গিয়ে, প্রথমেই ৬ই ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংসের ব্যাপার তুলে ধরলেন, একজন 'আরবান নকসাল'-এর মতন, বস্তাপচা কথাবার্তা, মিনিট তিনেক ধরে বললেন ! উনি ভুলে গেলেন ঠিক কি ব্যাপারে উনি উক্ত সভায় এসেছেন !

এইরকম একজন 'আরবান নকসাল'কে, প্রধান অতিথি হিসাবে এনে, উদ্যোক্তারা, দৃষ্টিকটুভাবে,  শ্রোতাদের কাছ থেকে অবহেলাই পেলেন !



প্রণব কুমার কুণ্ডু








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন