বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

দুর্গম অসুর


দুর্গম অসুর



দুর্গম নামে এক বিখ্যাত অসুর ছিল।
সে ছিল রুরুর মহাবলবান পুত্র।
সংক্ষিপ্ত শিবপুরাণ পৃষ্ঠা ৪৩৩ এই পৌরাণিক গল্পের সূত্র।

ব্রহ্মার বরে দুর্গম অসুর চারবেদ হস্তগত করেছিল।
তখন তো বেদ ছিল শ্রুতিতে।
শুনে শুনে মুখের কথায় ছিল তার ব্যাপ্তি।
বেদের ছিল দারুণ প্রশস্তি।
বেদ যুগ যুগ ব্যাপী সময়ের সাথে সাথে ছড়িয়েছিল।

তখনকার বেদ তো আর বই-এর আকারে ছিল না।
আর বই থাকলেও যে তার মাত্র একটাই কপি থাকবে তারও কোন মানে নেই।
সুতরাং দুর্গম অসুরের বেদ হস্তগত করা যুক্তিতে টেঁকে না।

দেখা যাচ্ছে পুরাণে গল্প আছে কিন্তু গল্পের টাইট বাঁধন নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন