সোমবার, ১১ জুন, ২০১৮

ভস্ম ( দুই )


ভস্ম ( দুই )



ভস্ম
পবিত্র বস্তুকেও
আরো পবিত্র
করে তোলে।

ভস্ম
মঙ্গল
প্রদানকারী।

ভস্ম

মহাভস্ম

স্বল্পভস্ম
এই দুই ভাবে
পৃথক করা হয়।

মহাভস্ম
আবার
শ্রৌত স্মার্ত ও লৌকিক
এই তিন ভাগে
বিভক্ত।

ব্রাহ্মণেরা
বৈদিকমন্ত্র উচ্চারণ করে
ভস্মধারণ করবেন।

অন্যদের ক্ষেত্রে
মন্ত্রোচ্চারণের
কোন বাঁধাধরা
নিয়ম নেই।

গোবর পোড়া ভস্ম
আগ্নেয় ভস্ম।

ওটি
ত্রিপুণ্ড্রের বস্তু।

অগ্নিহোত্র থেকেও
যজ্ঞ থেকেও
ভস্ম পাওয়া যায়।

জলমিশ্রিত ভস্মে
অঙ্গ মর্দন
অঙ্গ লেপন
করা ষায়।

শিবের ত্রিশূলের
ত্রিফলা ছাপ
এবং তির্যক ত্রিপুণ্ড্রেরও
ব্যবস্থা আছে।

ভগবান শিব
ভগবান বিষ্ণু
তির্যক ত্রিপুণ্ড্র
ধারণ করেন।

ভগবান ব্রহ্মার
ত্রিপুণ্ড্র ধারণের ব্যাপার
শাস্ত্রে অনুল্লিখিত।



* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৫৬-৫৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন