রবিবার, ১০ জুন, ২০১৮

প্রতাপচন্দ্র মজুমদার


প্রতাপচন্দ্র মজুমদার
(  জন্ম : ২-১০-১৮৪০
মৃত্যু : ২০-৫-১৯০৫ )




জন্ম হুগলির বাঁশবেড়িয়ায়।
বড় হয়ে ওঠেন
গঙ্গার পূর্বপারে
নৈহাটির সন্নিকটে
গরিফায়।

১৮৫৯ খ্রিস্টাব্দে
ব্রাহ্মধর্মে
দীক্ষিত হন !

২৫ বৎসর বয়স থেকে
ব্রাহ্মধর্মপ্রচারে
ব্রতী হন।

ধর্মপ্রচার উপলক্ষে
তিনি
তৎকালীন ভারতবর্ষের
বিভিন্ন জায়গায়
গমন করেন।

ইউরোপে
তিনবার যান।

আমেরিকায়
দুইবার যান।

একবার জাপানেও
গিয়েছিলেন।

তিনি ভালো বক্তৃতা দিতে
পারতেন।

বক্তৃতায়
প্রচুর প্রশংসাও
পেতেন।

একযোগে প্রচারে
অন্য কোন
সমমর্যাদার ব্যক্তির বক্তৃতায়
বিভ্রান্ত হবেন না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন