সোমবার, ২৫ জুন, ২০১৮

স্তোত্র স্তব শ্লোক মন্ত্র


স্তোত্র স্তব শ্লোক মন্ত্র



স্তোত্র।
মাহাত্ম্য-বর্ণনাকারী
পদ
বা শ্লোক বা স্তব।
স্তোত্র
বৈদিক সাহিত্যের অংশ।

স্তব।
স্তুতি।
মাহাত্ম্যকীর্তন।
গুণকীর্তন।
স্তোত্র।
স্তব
বৈদিক সাহিত্যের অংশ।

শ্লোক।
কবিতা।
পদ্য।
বা কবিতার
বা পদ্যের
অংশবিশেষ।
শ্লোক
বৈদিক সাহিত্যের অংশ।


মন্ত্র।
যে পবিত্র শব্দ
বা বাক্য
উচ্চারণ করে
দেবতার উপাসনা
করা হয়।

মন্ত্র।
যে পবিত্র শব্দ
বা বাক্য
উচ্চারণ করে
বা মনন করে
ত্রাণ পাওয়া যায় ।

মন্ত্র।
বৈদিক সাহিত্যের অংশ।

স্তোত্র স্তব শ্লোক মন্ত্র
এগুলির
সঠিক উচ্চারণ বিধি
ও অর্থ জানতে হলে
সংস্কৃত ভাষার
জ্ঞান থাকা আবশ্যক।
সঠিক
উচ্চারণ বিধির জন্য
নিয়মিত
অভ্যাসও প্রয়োজন।

স্তোত্র স্তব শ্লোক মন্ত্র
এগুলি সবই
বৈদিক সাহিত্যের অংশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন