রবিবার, ১০ জুন, ২০১৮

শূদ্র


শূদ্র



শূদ্র।
বর্ণচতুষ্টয়ের
চতুর্থ বর্ণ !

অবরবর্ণ !
বৃষল !
দাস !

কখনো বলা হয়
প্রজাপতির
পাদদ্বয় থেকে
শূদ্রের উৎপত্তি !
( ঋগ্বেদ ১০.৯০.১২ )

তবে মনুসংহিতা মতে
ব্রহ্মার
পদযুগল থেকে
শূদ্রের জন্ম !

ব্রাহ্মণ সমেত
বর্ণত্রয়ের সেবা
শূদ্রের বৃত্তি !

তাতে যদি
ভরণপোষণ না চলে
তবে শূদ্ররা
বৈশ্যের বৃত্তি নিতে পারেন
বিশেষত ব্যাবসা-বাণিজ্য !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন