পুরোহিত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়
ভারতবর্ষে
ক্ষত্রিয়জাতিদের মধ্যে থেকেই
শ্রেষ্ঠ মনীষীদের
উদ্ভব হয়েছিল !
পুরুতদের মধ্যে থেকে নয়
বা পুরুত ভিন্ন অন্য ব্রাহ্মণদের
মধ্যে থেকেও নয় !
আমাদের অবতার পুরুষেরা
প্রায় সকলেই
ক্ষত্রিয় ছিলেন !
শ্রীরাম
শ্রীকৃষ্ণ
এঁনারা ক্ষত্রিয় ছিলেন !
ক্ষত্রিয়রা ছিলেন
দেশের শাসনকর্তা !
রাজ্যশাসন এবং যুদ্ধ করা
ছিল তাদের কাজ !
ক্ষত্রিয়রা ছিলেন
দার্শনিক !
ক্ষত্রিয়রা ছিলেন
উপনিষদ-এর প্রবক্তা !
চিন্তায়
ধীশক্তিতে
ক্ষত্রিয়রা
অর্থগৃধ্নু
পুরোহিতবর্গ
থেকে ছিলেন
অনেক উঁচুতে !
অথচ
পুরোহিতরা
এবং ব্রাহ্মণরা
ক্ষত্রিয় রাজাদের
'ম্যানেজ' করে
দেশের অন্যান্য ক্ষত্রিয়
এবং দেশের অন্যান্য
জনসাধারণের ওপর
আধিপত্য
বিস্তার করেছিলেন !
* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ২৭৬-৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন