বিবেকানন্দের ভাবনায় আয়-ব্যয়
গৃহস্থের
আয় অনুযায়ী
ব্যয় করার নিয়ম।
আয়ের এক চতুর্থাংশ
পরিবারের ভরণপোষণে
এক চতুর্থাংশ
দানে
স্বভাবতই
রামকৃষ্ণ মিশনে
এক চতুর্থাংশ
সঞ্চয়ে
এক চতুর্থাংশ
নিজের জন্য
ব্যয়।
এক চতুর্থাংশ
নিজের জন্য
ব্যয় করলে
গিন্নি
কান্নাকাটি করে
তাঁর
অংশবিশেষের জন্যে
চাপ দিয়ে
কাড়াকাড়ি শুরু করবেন !
* ভাবনায় : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ২২০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন