বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

ফেসবুক কর্তৃপক্ষ ২



মাননীয় ফেসবুক কর্তৃপক্ষ,

আজকের 'স্মৃতিগুলো' এসেছিল, কিন্তু আপনাদের বিজ্ঞাপন দাতাদের 'কল্যাণে', স্মৃতিগুলো উধাও হয়ে গেল !

'পোস্টিং' করতে পারলাম না !

'শেয়ার' করতে পারলাম না !

স্মৃতিগুলো কী আবার দেবেন ?

বিজ্ঞপ্তিতে জানান দেবেন !

প্রণব কুমার কুণ্ডু।

২২/১১/২০১৭।

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

আত্মার কেল্লা ( গদ্য )


আত্মার কেল্লা ( গদ্য )



আত্মার কেল্লা


আত্মার স্থান হৃদয়ে ! মস্তিষ্কে নয় ! মস্তিষ্কের বুদ্ধিতে নয় !

হৃদয়ে একশত এবং একটি, নাড়ি আছে !

হৃদয়ের কাছে, যে স্বতন্ত্র সমবেদী নার্ভগ্রন্থি আছে, সেটাই হৃদয়ের প্রধান কেন্দ্র !

সেটাই আত্মার কেল্লা !

বিবেকানন্দ, মাঝেমাঝে, সেই  আত্মার কেল্লা, ঢেকে রাখতেন, পরে,  বিরাট এক আলখেল্লা !




* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', অষ্টম খণ্ড, পৃষ্ঠা ১০২।

একা থাকা



একা থাকা


আমিই তো আমার সর্বময় ঈশ্বর !
আমিই আমার পরমেশ পরমেশ্বর !
আমি আমার জ্ঞানের আলো তুলে ধরলে, আমার মনের অন্ধকার দূর হয় !

আমি অভী ! নির্ভীক ! ভয়হীন !
আমি, যদিও একা !

এখন দেখছি, একা থাকাই ভালো থাকা !

আর, ঝামেলা না করলে, অন্যদেরও কাছে রেখে, ভালো রাখা !

বিদ্যাবুদ্ধি বনাম হৃদয়



বিদ্যাবুদ্ধি বনাম হৃদয়





বিদ্যাবুদ্ধি নিশ্চয় বড় গুণ। তবে বড়কথা হল,  হৃদয় ! বড় হৃদয় না হলে, নির্দয় হতে হয় ! তাতে বিদ্যাবুদ্ধি, চাপা পড়ে যায় !

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

বিভূতি দ্বাদশী


বি্ভূতি দ্বাদশী



বাংলা মাসের
বৈশাখ
আষাঢ়
কার্তিক
অগ্রহায়ণ
ও ফাল্গুনের
শুক্ল দ্বাদশীতে
করণীয়
বিষ্ণুপূজার ব্রতবিশেষ।

এই ব্রত বছরের বারোমাসের মধ্যে, কেবলমাত্র, পাঁচটি বিশেষ মাসে, করা হয় !

তবে বিভূতি দ্বাদশী ব্রত পালন, এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে !

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

আত্মা ২


আত্মা ২


আত্মা নন
নির্গুণ !
আত্মা নন
ম্রিয়মাণ !

ঐসব দোষ
আত্মার হয় না !
আত্মা শুধু
গুণবান !

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

অদৃষ্ট.....


অদৃষ্ট.....


অদৃষ্টক্রমে...
ক্রিয়া-বিশেষণ !
ভাগ্যবশত !
ভাগ্যবশে !


অদৃষ্টবাদী...
অদৃষ্টবাদে
বিশ্বাসী !
অদৃষ্টের ওপর
নির্ভরশীল !


অদৃষ্টবাদ...
একটি দার্শনিক
তত্ত্ব !
অদৃষ্টবাদ বলে
মানুষের ভাগ্য
অদৃশ্য শক্তির দ্বারা
নিয়ন্ত্রিত !


অদৃষ্টবাদের
bogus তত্ত্ব...
মানুষ
পূর্বজন্মের
কর্ম অনুযায়ী
এ-জন্মে
সুখ-দুঃখ
ভোগ করে !


ভাগ্য...
ভাগ্য কী বস্তু
সম্ভবত
তা আমরা 
কেউ-ই
জানি না !
ভাগ্য প্রথমে
অদৃষ্ট থাকে !
পরে
কালের প্রবাহে
ভাগ্য
ভালো হোক
কিংবা
মন্দ হোক
কিংবা
ভালো কি মন্দ
কিছু নাই-বা হোক
ভাগ্য
একটু একটু করে
খোলে !
ভাগ্য
মহাকালের লীলা !
ভাগ্য
ভালো-মন্দ
বা
না ভালো
না মন্দ
এই সব চলে !
ভাগ্যের
ঐসব চক্র 
চলে যাবে
আমাদের
ইহকাল
সাঙ্গ হলে !

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

মাননীয় চেয়ারম্যান, নৈহাটি মিউনিসিপ্যালিটি


মাননীয় চেয়ারম্যান,  নৈহাটি মিউনিস্যালিটি

আমাদের বাড়ির উত্তরে, শ্রী নিমায় রায়ের বাড়ি।

সম্ভবত তিনি, আপনার মিউনিসিপ্যালিটির জল-কল বিভাগের কর্মী !

ওঁনার বাড়িতে, নতুন নির্মাণ চলছে।

উনি কি যথাযথ ভাবে, চারধারে, উপযুক্ত  'ছাড়'  দিয়ে, নির্মাণ করছেন ?

তাছাড়া, উপযুক্তভাবে না ঘিরে, নির্মাণ কার্য চালিয়ে যা্ওয়ার জন্য, আমাদের বাড়ি, ধূলি-ধূসরিত হয়ে যাচ্ছে !

দূষণ ছড়াচ্ছে !

সত্বর ব্যবস্থা নিন !

ধন্যবাদ !

প্রণব কুমার কুণ্ডু
২২৩ মিত্রপাড়া রোড, নৈহাটি।
৯/১১/২০১৭।



* নৈহাটি মিউনিসিপ্যালিটি কোন ব্যবস্থা নেই নি !

কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল


কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল



কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের,  বাবাও নেই, মা-ও নেই !

তবু, মেডিকেল কলেজ এবং হাসপাতাল, চলছে !

রুগিরা, রুগিদের আত্মীয়-স্বজন, রুগিদের সহযোদ্ধারা, বিভিন্ন ভাবে,  নাকাল হচ্ছেন !

ভারপ্রাপ্ত মন্ত্রী, রাজনীতি নিয়ে, তাঁর নিজের দল নিয়ে, বিজেপির বিরোধিতা নিয়ে, ব্যস্ত আছেন !
নয়তো ঘুমোচ্ছেন !

যাঁরা, নাকাল হচ্ছেন, তাঁরা, আগামী নির্বাচনগুলোয়, দেখে নেবেন !

বারাণসীর আশেপাশে


বারাণসীর আশেপাশে



বাণারসীর আশেপাশে, রামানন্দ সাধুদের তিনটি আখড়া ! তিনটিই বড় কেন্দ্র।

একটি চিত্রকূটে
একটি জনকপুরে
তৃতীয়টি অযোধ্যায়।

চিত্রকূট।
রাম-সীতার বনবাসের পুণ্য স্থান !

জনকপুর।
রামায়ণের মিথিলা। জনকরাজার রাজধানী ! যেখানে রাম-সীতার বিয়ে হয়েছিল !

অযোধ্যা।
সরযূ নদীর তীরে। রামচন্দ্রের জন্মস্থান !

সবগুলিই, বারাণসীর আশেপাশে !

ফেসবুক কর্তৃপক্ষ


ফেসবুক কর্তৃপক্ষ



মাননীয় ফেসবুক কর্তৃপক্ষ,

গতকালের, ০৮/১১/২০১৭ তারিখের, ফেসবুকের পাতায়, আমার, ঐদিনের 'স্মৃতিগুলো' এলো, কিন্তু, চলে গেল, আমি সব স্মৃতিগুলো 'শেয়ার' করতে পারিনি, সবগুলো 'পোস্ট' করতেও পারিনি, এমন কী সবগুলো দেখতেও পারিনি !

আমি দু'-দু'বার আপনাদের জানালাম !

কিন্তু, স্মৃতিগুলো আর ফিরে এলো না !

আপনারা, আমার অনুরোধ রাখেন নি !

আপনারা "বিজ্ঞাপন" নিচ্ছেন, সে সম্বন্ধে আমার কিছু বলবার নেই !
কিন্তু, আপনার বিজ্ঞাপনদাতারা, আমার কাজে বাধা সৃষ্টি করছেন, আমার 'ক্লিক' করার সাথে, তাঁরা, তাঁদের বিজ্ঞাপন 'ট্যাগ' করে দিচ্ছেন !

ফলে আমার সব কাজ লণ্ডভণ্ড করে দিচ্ছেন !

আপনারা আপনাদের বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে, ব্যবস্থা নিতে পারেন না ?
'স্মৃতিগুলো' আপনারা আপনাদের 'বিজ্ঞপ্তি'তে দিচ্ছেন না কেন ?

তাহলে তো 'স্মৃতিগুলো' অন্তত কিছুক্ষণ থাকে !

শুভেচ্ছা সহ--

প্রণব কুমার কুণ্ডু।

০৯/১১/২০১৭।

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

বাংলাদেশের নদ-নদী ২


বাংলাদেশের নদ-নদী ২




বাংলাসেশের নদ-নদী

( সংগৃহীত )



Pranab Kumar Kundu
6 মিনিট ·
( সংগৃহীত )

Pranab Kumar Kundu
8 জুন ·
বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশের নদ-নদীর তালিকা

বাংলাদেশের নদ-নদীবাংলাদেশের নদ-নদীর তালিকাদক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে।

বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

বাংলাদেশের প্রধান নদনদীসমূহনদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়।বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।

পাউবো নির্ধারিত অন্যান্য নদীবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে । এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি) , উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী আঠারবাঁকি নদী আড়িয়াল খাঁ নদ আতাই নদী আন্ধারমানিক নদী আফ্রা নদী অর্পণগাছিয়া নদী ইছামতি-কালিন্দি কচা নদী কপোতাক্ষ নদী কুমার নদ (চুয়াডাঙ্গা) কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ) কুমার আপার নদী কুমার লোয়ার নদী কয়রা নদী করুলিয়া নদী কাকশিয়ালী নদী কাজীবাছা নদী কাটাখালী নদী কাটাখাল নদী কালীগঙ্গা নদী (পিরোজপুর), কীর্তনখোলা নদী খায়রাবাদ নদী খোলপেটুয়া নদী গড়াই নদী গুনাখালি নদী গলঘেসিয়া নদী গুলিশাখালী নদী ঘাঘর নদী ঘাসিয়াখালী নদী চত্রা নদী চুনকুড়ি নদী চন্দনা-বারাশিয়া নদী চাটখালী নদী চিত্রা নদী ঝপঝপিয়া নদী টর্কি নদী টিয়াখালি নদী ঢাকি নদী তেঁতুলিয়া নদী তেলিগঙ্গা-ঘেংরাইল নদী দড়াটানা-পয়লাহারা নদী দাড়ির গাঙ নদী দেলুতি নদী নুন্দা-উত্রা নদী নবগঙ্গা নদী নড়িয়া নদী নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী পটুয়াখালী নদী পুটিমারি নদী পুরাতন পশুর নদী পশুর নদী পাণ্ডব নদী পানগুছি নদী পালং নদী ফটকি নদী বগী নদী বুড়িশ্বর-পায়রা নদী বলেশ্বর নদী বাদুড়গাছা নদী বিশখালী নদী বিশারকন্দা-বাগদা নদী বিষ্ণু-কুমারখালি নদী বেগবতী নদী বেতনা নদী বেলুয়া নদী ভদ্রা নদী ভুবনেশ্বর নদী ভৈরব নদ ভৈরব নদী (বাগেরহাট) ভৈরব-কপোতাক্ষ নদ ভোলা নদী মংলা নদী মুক্তেশ্বরী টেকা নদী মধুমতি নদী মরিচ্চাপ-লবঙ্গবতী নদী মাথাভাঙ্গা নদী মাদারগাঙ নদী মাদারীপুর বিলরুট নদী মালঞ্চ নদী মিনহাজ নদী রূপসা নদী রাবনাবাদ নদী রায়মঙ্গল নদী লোহালিয়া নদী শাকবাড়িয়া নদী শাতলা-হারতা-নাথারকান্দা নদী শালদহ নদী শিবসা নদী শোলমারি নদী সুগন্ধা নদী সন্ধ্যা নদী সয়া-হাড়িভাঙ্গা নদী সাপমারা-হাবড়া নদী সালতা নদী সিরাজপুর হাওর নদী হরি নদী হরিহর নদী হামকুড়া নদী হাড়িয়া নদী হাপরখালী নদী হাবরখালী নদী হিশনা-ঝাঞ্চা নদীউত্তর-পশ্চিমাঞ্চলের নদী আখিরা-মাচ্চা নদী আত্রাই নদী আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর) আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর) আত্রাই নদী (পাবনা) আলাই নদী আলাইকুমারী নদী ইছামতি নদী (দিনাজপুর) ইছামতি নদী (পাবনা) ইছামতি নদী (বগুড়া) ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ) ইরামতি নদী করতোয়া নদী করতোয়া নদী (নীলফামারী) কাগেশ্বরী নদী কাটাখালী নদী (গাইবান্ধা) কালা নদী কালাপানি নদী কালুদাহা নদী কুমলাল-নাউতারা নদী কুরুম নদী কুলিক নদী খড়খড়িয়া-তিলাই নদী খালসিডিঙ্গি নদী গদাই নদী গভেশ্বরী নদী পদ্মা নদী গাংনাই নদী গিদারী নদী গিরাই নদী গুকসী নদী গোবরা নদী গোহালা নদী ঘড়িয়া খাল নদী ঘাঘট নদী ঘিরনাই নদী ঘোড়ামারা নদী চাওয়াই নদী চিকনাই নদী চিকলী নদী চিরি নদী চিড়ি নদী চুঙ্গাভাঙ্গা নদী ছাতনাই নদী ছোট ঢেপা নদী ছোট যমুনা নদী ছোট সেনুয়া নদী টাঙ্গন নদী ডাহুক নদী ঢেপা নদী তালমা নদী তিস্তা নদী তিস্তা নদী (পঞ্চগড়) তীরনই নদী তীরনই নদী (পঞ্চগড়) তুলসীগঙ্গা নদী দুধকুমার নদী দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী ধরলা নদী ধাইজান নদী ধুম নদী নর্ত নদী নলশীসা নদী নলেয়া নদী নাগর আপার নদী নাগর লোয়ার নদী নারোদ নদী পলিমারি নদী পাগলা নদী পাথরঘাটা নদী পাথরাজ নদী পুনর্ভবা নদী পেটকী নদী ফকিরনী নদী ফুলকুমার নদী ব্রহ্মপুত্র-যমুনা বড়াল আপার নদী বড়াল লোয়ার নদী বাঙালি নদী বাদাই নদী বার্নাই নদী বান্নী নদী বুরাইল নদী বুল্লাই নদী বুড়িখোড়া নদী বুড়ি তিস্তা নদী বেরং নদী বেলান নদী বেসানী নদী বোরকা নদী ভাদাই নদী ভুল্লী নদী ভেরসা নদী মহানন্দা আপার নদী মহানন্দা লোয়ার নদী মাইলা নদী মালদাহা নদী মুসাখান নদী মানস নদী যমুনা নদী (পঞ্চগড়) রতনাই নদী রামচণ্ডি নদী রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী লেংগা নদী লোনা নদী শিব নদী সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী সিমলাজান নদী সিরামাখালী খাল নদী সিংগিমারী নদী সুই নদী সেনুয়া নদী সোজ নদী হারাবতী নদী হুড়াসাগর নদীউত্তর-পূর্বাঞ্চলের নদী আত্রাখালি নদী আবুয়া নদী বা নান্দিয়া গাং আমরি খাল নদী ইসদার খাল-বারভাঙ্গা নদী উপদাখালী নদী উমিয়াম নদী কর্ণঝরা নদী কর্ণ-বালজা নদী করিস নদী কাঁচামাটিয়া নদী কাপনা নদী কামারখাল নদী কামারখালী নদী কালদাহার-কানিয়াকুল নদী কালনী নদী কালাপানিঝরা নদী কুশিয়ারা নদী কোরাঙ্গী নদী খাজাচিং নদী খাসিমারা নদী খেপা নদী খোয়াই নদী গুমাই নদী ঘাগটিয়া নদী ঘানুরা-বগালা নদী ঘোড়াউত্রা নদী চামতি নদী চিতলখালী নদী চেলা নদী জাফলং-ডাউকি নদী জালিয়া ছড়া নদী জালুখালি নদী জুরী নদী ডাউকা নদী ধলা নদী দুধদা নদী দোলতা নদী ধনু নদী ধলাই-বিসনাই নদী ধলাই নদী নকলা-সুন্দ্রাকাশি নদী নরসুন্দা নদী নলজুর নদী নয়াগাং নদী নয়া গাং নদী নিতাই নদী পাটনাই-পাইকারতলা নদী পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী পিয়াইন নদী পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা) পুরনো সুরমা নদী পোড়া খাল-খাইয়া নদী বটরখাল নদী বড় গাং নদী বাউলাই নদী বাথাইল নদী বালই নদী বিজনা-গুঙ্গাইজুরি নদী বিবিয়ানা নদী বেকরা নদী বেতৈর নদী বেদুরি নদী ভাবনা-বাঁশিয়া-বহিয়া নদী ভোগাই-কংস নদী মগড়া নদী মনু নদী মরা সুরমা নদী মহারশি নদী মহাসিং নদী মালিজি নদী মিরগী নদী জাদুকাটা-রক্তি নদী লংলা নদী লাইন নদী লাউরানজানি নদী লুভা নদী সাইদুলি-বারনি নদী সাতারখালী নদী সারি গোয়াইন নদী সিনাই নদী সিঙ্গুয়া নদী সুতাং নদী সুরমা নদী সোনাই-বরদাল নদী সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদী (ধর্মপাশা) সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী আইমান-আখিলা নদী আইমান-মোবারি নদী আড়িয়াল খাঁ নদী ইছামতি নদী (মানিকগঞ্জ) ইছামতি নদী (সিরাজদিখান) ইলিশমারী নদী এলংজানী নদী কাটাখালি নদী কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ) খিরো নদী (ত্রিশাল) খিরো নদী (ভালুকা) গাংডুবি নদী গাজীখালী নদী গোল্লার নদী চাতাল নদী চাপাই নদী চিলাই নদী জয়পাড়া খাল নদী ঝারকাটা নদী জিঞ্জিরাম নদী ঝিনাই নদী টঙ্গী নদী টংকি নদী তালতলা নদী তুরাগ নদী তুলসীখালী নদী ধলেশ্বরী নদী নাগদা নদী নাঙ্গলা নদী নালজুরি নদী নাংলী নদী পদ্মা নদী পাগারিয়া-শিলা নদী পারুলি খাল নদী পাহাড়িয়া নদী পুরনো ধলেশ্বরী নদী পুরাতন ব্রহ্মপুত্র নদী পুংলী নদী বংশী নদী বংশী নদী (সাভার) ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ) বাকসাতরা নদী বাজ্জা-মেধুয়া নদী বানার আপার নদী বানার লোয়ার নদী বালু নদী বুড়িগঙ্গা নদী বৈরান নদী বোশখালীর নদী মরা জিঞ্জিরাম নদী মাহারি নদী মিনিখালী নদী লাবুন্ধা নদী লৌহজং নদী শীতলক্ষ্যা নদী সালদা নদী সুতী নদী সুতিয়া নদী সোনাখালী নদী হাই নদী হাড়িদোয়া নদীপূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী ইছামতি নদী (রাঙ্গামাটি) ঈদগাও নদী কর্ণফুলি নদী কাসালং নদী চেঙ্গি নদী ডলু-টংকাবতী নদী নাফ নদী বুড়া মাতামুহুরী নদী বাঁকখালি নদী ভারুয়াখালি নদী ভোলাখাল নদী মাইনী নদী মাতামুহুরী নদী রাংখাইন নদী সাঙ্গু নদী হালদা নদীদক্ষিণ-পূর্বাঞ্চলের নদী আর্সি-নালিয়া নদী কাকড়ি নদী কাস্তি নদী গোমতী নদী ঘুংঘুর নদী ছোট ফেনী নদী ডাকাতিয়া নদী ডাসাডিয়া নদী তিতাস নদী পুরনো তিতাস নদী ধনাগোদা নদী ফেনী নদী বিজলি নদী বুড়ি নদী ভুলুয়া নদী মুহুরী নদী মেঘনা আপার নদী মেঘনা লোয়ার নদী লহর নদী লংগন বলভদ্রা নদী সালদা নদী সেলোনিয়া নদী সোনাই নদী হাওড়া নদীবাংলাদেশ-ভারত-মায়ানমার আন্তঃসীমান্ত নদীর তালিকা রায়মঙ্গল ইছামতী-কালিন্দী বেতনা-কোদালিয়া ভৈরব-কপোতাক্ষ মাথাভাঙ্গা গঙ্গা পাগলা আত্রাই পুনর্ভবা তেতুলিয়া টাংগন কুলিক বা কোকিল নাগর মহানন্দা ডাহুক করতোয়া তালমা ঘোড়ামারা দিওনাই-যমুনেশ্বরী বুড়িতিস্তা তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র জিঞ্জিরাম চিল্লাখালি ভোগাই সোমেশ্বরী দামালিয়া/যালুখালী নয়াগাঙ উমিয়াম যাদুকাটা ধলা পিয়াইন শারি-গোয়াইন সুরমা কুশিয়ারা সোনাই-বারদল জুরি মনু ধলাই লংলা খোয়াই সুতাং সোনাই হাওড়া বিজনী সালদা গোমতী কাকরাই-ডাকাতিয়া সিলোনিয়া মুহুরী ফেনী কর্ণফুলি নিতাই সাংগু মাতামুহুরী নাফ[২]অন্যান্য নদীউপরে উল্লেখিত আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও আরও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হলও। আউলিয়াখানা নদী আমনদামন নদী আস্তাইল নদী কম্পো নদী কাওরাইদ নদী কাজীপুর নদী কালিন্দী নদী খাড়িয়া নদী গন্দর নদী গুমানি নদী খোয়াথল্যাংতুইপুই নদী চিলাই নদী (সুনামগঞ্জ) চোরখাই নদী জলঢাকা নদী তেতুলিয়া নদী তৈনগাঙ থেগা নদী নাগেশ্বরী নদী ধানখালী নদী ধানসিঁড়ি নদী নীলগঞ্জ নদী পঞ্চবেণী প্রাণসায়র নদী ফটিকছড়ি নদী বরাক নদী বান্দসা নদী বুড়ো গৌরাঙ্গ নদী ময়ুর নদী রহমত খালি নদী রায়ডাক নদী লঙ্গাই নদী শুক নদী হরবাংছড়া নদী হরিণঘাটা নদী হাড়িয়াভাঙা নদী হেরাচামতি নদী

দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

বাংলাদেশের প্রধান নদনদীসমূহ

মূল নিবন্ধ: বাংলাদেশের বড় নদীসমূহ

নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়।বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।
পাউবো নির্ধারিত অন্যান্য নদী

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে । এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি) , উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী

আঠারবাঁকি নদী
আড়িয়াল খাঁ নদ
আতাই নদী
আন্ধারমানিক নদী
আফ্রা নদী
অর্পণগাছিয়া নদী
ইছামতি-কালিন্দি
কচা নদী
কপোতাক্ষ নদী
কুমার নদ (চুয়াডাঙ্গা)
কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ)
কুমার আপার নদী
কুমার লোয়ার নদী
কয়রা নদী
করুলিয়া নদী
কাকশিয়ালী নদী
কাজীবাছা নদী
কাটাখালী নদী
কাটাখাল নদী
কালীগঙ্গা নদী (পিরোজপুর),
কীর্তনখোলা নদী
খায়রাবাদ নদী
খোলপেটুয়া নদী
গড়াই নদী
গুনাখালি নদী
গলঘেসিয়া নদী
গুলিশাখালী নদী
ঘাঘর নদী
ঘাসিয়াখালী নদী
চত্রা নদী
চুনকুড়ি নদী
চন্দনা-বারাশিয়া নদী
চাটখালী নদী
চিত্রা নদী
ঝপঝপিয়া নদী
টর্কি নদী
টিয়াখালি নদী
ঢাকি নদী
তেঁতুলিয়া নদী
তেলিগঙ্গা-ঘেংরাইল নদী
দড়াটানা-পয়লাহারা নদী
দাড়ির গাঙ নদী
দেলুতি নদী
নুন্দা-উত্রা নদী
নবগঙ্গা নদী
নড়িয়া নদী
নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী
পটুয়াখালী নদী
পুটিমারি নদী
পুরাতন পশুর নদী
পশুর নদী
পাণ্ডব নদী
পানগুছি নদী
পালং নদী
ফটকি নদী
বগী নদী
বুড়িশ্বর-পায়রা নদী
বলেশ্বর নদী
বাদুড়গাছা নদী
বিশখালী নদী
বিশারকন্দা-বাগদা নদী
বিষ্ণু-কুমারখালি নদী
বেগবতী নদী
বেতনা নদী
বেলুয়া নদী
ভদ্রা নদী
ভুবনেশ্বর নদী
ভৈরব নদ
ভৈরব নদী (বাগেরহাট)
ভৈরব-কপোতাক্ষ নদ
ভোলা নদী
মংলা নদী
মুক্তেশ্বরী টেকা নদী
মধুমতি নদী
মরিচ্চাপ-লবঙ্গবতী নদী
মাথাভাঙ্গা নদী
মাদারগাঙ নদী
মাদারীপুর বিলরুট নদী
মালঞ্চ নদী
মিনহাজ নদী
রূপসা নদী
রাবনাবাদ নদী
রায়মঙ্গল নদী
লোহালিয়া নদী
শাকবাড়িয়া নদী
শাতলা-হারতা-নাথারকান্দা নদী
শালদহ নদী
শিবসা নদী
শোলমারি নদী
সুগন্ধা নদী
সন্ধ্যা নদী
সয়া-হাড়িভাঙ্গা নদী
সাপমারা-হাবড়া নদী
সালতা নদী
সিরাজপুর হাওর নদী
হরি নদী
হরিহর নদী
হামকুড়া নদী
হাড়িয়া নদী
হাপরখালী নদী
হাবরখালী নদী
হিশনা-ঝাঞ্চা নদী

উত্তর-পশ্চিমাঞ্চলের নদী

আখিরা-মাচ্চা নদী
আত্রাই নদী
আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর)
আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর)
আত্রাই নদী (পাবনা)
আলাই নদী
আলাইকুমারী নদী
ইছামতি নদী (দিনাজপুর)
ইছামতি নদী (পাবনা)
ইছামতি নদী (বগুড়া)
ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ)
ইরামতি নদী
করতোয়া নদী
করতোয়া নদী (নীলফামারী)
কাগেশ্বরী নদী
কাটাখালী নদী (গাইবান্ধা)
কালা নদী
কালাপানি নদী
কালুদাহা নদী
কুমলাল-নাউতারা নদী
কুরুম নদী
কুলিক নদী
খড়খড়িয়া-তিলাই নদী
খালসিডিঙ্গি নদী
গদাই নদী
গভেশ্বরী নদী
পদ্মা নদী
গাংনাই নদী
গিদারী নদী
গিরাই নদী
গুকসী নদী
গোবরা নদী
গোহালা নদী
ঘড়িয়া খাল নদী
ঘাঘট নদী
ঘিরনাই নদী
ঘোড়ামারা নদী
চাওয়াই নদী
চিকনাই নদী
চিকলী নদী
চিরি নদী
চিড়ি নদী
চুঙ্গাভাঙ্গা নদী
ছাতনাই নদী
ছোট ঢেপা নদী
ছোট যমুনা নদী
ছোট সেনুয়া নদী
টাঙ্গন নদী
ডাহুক নদী
ঢেপা নদী
তালমা নদী
তিস্তা নদী
তিস্তা নদী (পঞ্চগড়)
তীরনই নদী
তীরনই নদী (পঞ্চগড়)
তুলসীগঙ্গা নদী
দুধকুমার নদী
দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী
ধরলা নদী
ধাইজান নদী
ধুম নদী
নর্ত নদী
নলশীসা নদী
নলেয়া নদী
নাগর আপার নদী
নাগর লোয়ার নদী
নারোদ নদী
পলিমারি নদী
পাগলা নদী
পাথরঘাটা নদী
পাথরাজ নদী
পুনর্ভবা নদী
পেটকী নদী
ফকিরনী নদী
ফুলকুমার নদী
ব্রহ্মপুত্র-যমুনা
বড়াল আপার নদী
বড়াল লোয়ার নদী
বাঙালি নদী
বাদাই নদী
বার্নাই নদী
বান্নী নদী
বুরাইল নদী
বুল্লাই নদী
বুড়িখোড়া নদী
বুড়ি তিস্তা নদী
বেরং নদী
বেলান নদী
বেসানী নদী
বোরকা নদী
ভাদাই নদী
ভুল্লী নদী
ভেরসা নদী
মহানন্দা আপার নদী
মহানন্দা লোয়ার নদী
মাইলা নদী
মালদাহা নদী
মুসাখান নদী
মানস নদী
যমুনা নদী (পঞ্চগড়)
রতনাই নদী
রামচণ্ডি নদী
রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী
লেংগা নদী
লোনা নদী
শিব নদী
সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী
সিমলাজান নদী
সিরামাখালী খাল নদী
সিংগিমারী নদী
সুই নদী
সেনুয়া নদী
সোজ নদী
হারাবতী নদী
হুড়াসাগর নদী

উত্তর-পূর্বাঞ্চলের নদী

আত্রাখালি নদী
আবুয়া নদী বা নান্দিয়া গাং
আমরি খাল নদী
ইসদার খাল-বারভাঙ্গা নদী
উপদাখালী নদী
উমিয়াম নদী
কর্ণঝরা নদী
কর্ণ-বালজা নদী
করিস নদী
কাঁচামাটিয়া নদী
কাপনা নদী
কামারখাল নদী
কামারখালী নদী
কালদাহার-কানিয়াকুল নদী
কালনী নদী
কালাপানিঝরা নদী
কুশিয়ারা নদী
কোরাঙ্গী নদী
খাজাচিং নদী
খাসিমারা নদী
খেপা নদী
খোয়াই নদী
গুমাই নদী
ঘাগটিয়া নদী
ঘানুরা-বগালা নদী
ঘোড়াউত্রা নদী
চামতি নদী
চিতলখালী নদী
চেলা নদী
জাফলং-ডাউকি নদী
জালিয়া ছড়া নদী
জালুখালি নদী
জুরী নদী
ডাউকা নদী
ধলা নদী
দুধদা নদী
দোলতা নদী
ধনু নদী
ধলাই-বিসনাই নদী
ধলাই নদী
নকলা-সুন্দ্রাকাশি নদী
নরসুন্দা নদী
নলজুর নদী
নয়াগাং নদী
নয়া গাং নদী
নিতাই নদী
পাটনাই-পাইকারতলা নদী
পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী
পিয়াইন নদী
পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা)
পুরনো সুরমা নদী
পোড়া খাল-খাইয়া নদী
বটরখাল নদী
বড় গাং নদী
বাউলাই নদী
বাথাইল নদী
বালই নদী
বিজনা-গুঙ্গাইজুরি নদী
বিবিয়ানা নদী
বেকরা নদী
বেতৈর নদী
বেদুরি নদী
ভাবনা-বাঁশিয়া-বহিয়া নদী
ভোগাই-কংস নদী
মগড়া নদী
মনু নদী
মরা সুরমা নদী
মহারশি নদী
মহাসিং নদী
মালিজি নদী
মিরগী নদী
জাদুকাটা-রক্তি নদী
লংলা নদী
লাইন নদী
লাউরানজানি নদী
লুভা নদী
সাইদুলি-বারনি নদী
সাতারখালী নদী
সারি গোয়াইন নদী
সিনাই নদী
সিঙ্গুয়া নদী
সুতাং নদী
সুরমা নদী
সোনাই-বরদাল নদী
সোমেশ্বরী নদী
সোমেশ্বরী নদী (ধর্মপাশা)
সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)

উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী

আইমান-আখিলা নদী
আইমান-মোবারি নদী
আড়িয়াল খাঁ নদী
ইছামতি নদী (মানিকগঞ্জ)
ইছামতি নদী (সিরাজদিখান)
ইলিশমারী নদী
এলংজানী নদী
কাটাখালি নদী
কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ)
খিরো নদী (ত্রিশাল)
খিরো নদী (ভালুকা)
গাংডুবি নদী
গাজীখালী নদী
গোল্লার নদী
চাতাল নদী
চাপাই নদী
চিলাই নদী
জয়পাড়া খাল নদী
ঝারকাটা নদী
জিঞ্জিরাম নদী
ঝিনাই নদী
টঙ্গী নদী
টংকি নদী
তালতলা নদী
তুরাগ নদী
তুলসীখালী নদী
ধলেশ্বরী নদী
নাগদা নদী
নাঙ্গলা নদী
নালজুরি নদী
নাংলী নদী
পদ্মা নদী
পাগারিয়া-শিলা নদী
পারুলি খাল নদী
পাহাড়িয়া নদী
পুরনো ধলেশ্বরী নদী
পুরাতন ব্রহ্মপুত্র নদী
পুংলী নদী
বংশী নদী
বংশী নদী (সাভার)
ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ)
বাকসাতরা নদী
বাজ্জা-মেধুয়া নদী
বানার আপার নদী
বানার লোয়ার নদী
বালু নদী
বুড়িগঙ্গা নদী
বৈরান নদী
বোশখালীর নদী
মরা জিঞ্জিরাম নদী
মাহারি নদী
মিনিখালী নদী
লাবুন্ধা নদী
লৌহজং নদী
শীতলক্ষ্যা নদী
সালদা নদী
সুতী নদী
সুতিয়া নদী
সোনাখালী নদী
হাই নদী
হাড়িদোয়া নদী

পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী

ইছামতি নদী (রাঙ্গামাটি)
ঈদগাও নদী
কর্ণফুলি নদী
কাসালং নদী
চেঙ্গি নদী
ডলু-টংকাবতী নদী
নাফ নদী
বুড়া মাতামুহুরী নদী
বাঁকখালি নদী
ভারুয়াখালি নদী
ভোলাখাল নদী
মাইনী নদী
মাতামুহুরী নদী
রাংখাইন নদী
সাঙ্গু নদী
হালদা নদী

দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী

আর্সি-নালিয়া নদী
কাকড়ি নদী
কাস্তি নদী
গোমতী নদী
ঘুংঘুর নদী
ছোট ফেনী নদী
ডাকাতিয়া নদী
ডাসাডিয়া নদী
তিতাস নদী
পুরনো তিতাস নদী
ধনাগোদা নদী
ফেনী নদী
বিজলি নদী
বুড়ি নদী
ভুলুয়া নদী
মুহুরী নদী
মেঘনা আপার নদী
মেঘনা লোয়ার নদী
লহর নদী
লংগন বলভদ্রা নদী
সালদা নদী
সেলোনিয়া নদী
সোনাই নদী
হাওড়া নদী

বাংলাদেশ-ভারত-মায়ানমার আন্তঃসীমান্ত নদীর তালিকা

রায়মঙ্গল
ইছামতী-কালিন্দী
বেতনা-কোদালিয়া
ভৈরব-কপোতাক্ষ
মাথাভাঙ্গা
গঙ্গা
পাগলা
আত্রাই
পুনর্ভবা
তেতুলিয়া
টাংগন
কুলিক বা কোকিল
নাগর
মহানন্দা
ডাহুক
করতোয়া
তালমা
ঘোড়ামারা
দিওনাই-যমুনেশ্বরী
বুড়িতিস্তা
তিস্তা
ধরলা
দুধকুমার
ব্রহ্মপুত্র
জিঞ্জিরাম
চিল্লাখালি
ভোগাই
সোমেশ্বরী
দামালিয়া/যালুখালী
নয়াগাঙ
উমিয়াম
যাদুকাটা
ধলা
পিয়াইন
শারি-গোয়াইন
সুরমা
কুশিয়ারা
সোনাই-বারদল
জুরি
মনু
ধলাই
লংলা
খোয়াই
সুতাং
সোনাই
হাওড়া
বিজনী
সালদা
গোমতী
কাকরাই-ডাকাতিয়া
সিলোনিয়া
মুহুরী
ফেনী
কর্ণফুলি
নিতাই
সাংগু
মাতামুহুরী
নাফ[২]

অন্যান্য নদী

উপরে উল্লেখিত আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও আরও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হলও।

আউলিয়াখানা নদী
আমনদামন নদী
আস্তাইল নদী
কম্পো নদী
কাওরাইদ নদী
কাজীপুর নদী
কালিন্দী নদী
খাড়িয়া নদী
গন্দর নদী
গুমানি নদী
খোয়াথল্যাংতুইপুই নদী
চিলাই নদী (সুনামগঞ্জ)
চোরখাই নদী
জলঢাকা নদী
তেতুলিয়া নদী
তৈনগাঙ
থেগা নদী
নাগেশ্বরী নদী
ধানখালী নদী
ধানসিঁড়ি নদী
নীলগঞ্জ নদী
পঞ্চবেণী
প্রাণসায়র নদী
ফটিকছড়ি নদী
বরাক নদী
বান্দসা নদী
বুড়ো গৌরাঙ্গ নদী
ময়ুর নদী
রহমত খালি নদী
রায়ডাক নদী
লঙ্গাই নদী
শুক নদী
হরবাংছড়া নদী
হরিণঘাটা নদী
হাড়িয়াভাঙা নদী
হেরাচামতি নদী



( সংগৃহীত )

বাংলাসেশের নদ-নদী

( সংগৃহীত )



Pranab Kumar Kundu
6 মিনিট · 
( সংগৃহীত )

Pranab Kumar Kundu
8 জুন · 
বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশের নদ-নদীর তালিকা

বাংলাদেশের নদ-নদীবাংলাদেশের নদ-নদীর তালিকাদক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে।

বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

বাংলাদেশের প্রধান নদনদীসমূহনদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়।বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।

পাউবো নির্ধারিত অন্যান্য নদীবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে । এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি) , উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী আঠারবাঁকি নদী আড়িয়াল খাঁ নদ আতাই নদী আন্ধারমানিক নদী আফ্রা নদী অর্পণগাছিয়া নদী ইছামতি-কালিন্দি কচা নদী কপোতাক্ষ নদী কুমার নদ (চুয়াডাঙ্গা) কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ) কুমার আপার নদী কুমার লোয়ার নদী কয়রা নদী করুলিয়া নদী কাকশিয়ালী নদী কাজীবাছা নদী কাটাখালী নদী কাটাখাল নদী কালীগঙ্গা নদী (পিরোজপুর), কীর্তনখোলা নদী খায়রাবাদ নদী খোলপেটুয়া নদী গড়াই নদী গুনাখালি নদী গলঘেসিয়া নদী গুলিশাখালী নদী ঘাঘর নদী ঘাসিয়াখালী নদী চত্রা নদী চুনকুড়ি নদী চন্দনা-বারাশিয়া নদী চাটখালী নদী চিত্রা নদী ঝপঝপিয়া নদী টর্কি নদী টিয়াখালি নদী ঢাকি নদী তেঁতুলিয়া নদী তেলিগঙ্গা-ঘেংরাইল নদী দড়াটানা-পয়লাহারা নদী দাড়ির গাঙ নদী দেলুতি নদী নুন্দা-উত্রা নদী নবগঙ্গা নদী নড়িয়া নদী নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী পটুয়াখালী নদী পুটিমারি নদী পুরাতন পশুর নদী পশুর নদী পাণ্ডব নদী পানগুছি নদী পালং নদী ফটকি নদী বগী নদী বুড়িশ্বর-পায়রা নদী বলেশ্বর নদী বাদুড়গাছা নদী বিশখালী নদী বিশারকন্দা-বাগদা নদী বিষ্ণু-কুমারখালি নদী বেগবতী নদী বেতনা নদী বেলুয়া নদী ভদ্রা নদী ভুবনেশ্বর নদী ভৈরব নদ ভৈরব নদী (বাগেরহাট) ভৈরব-কপোতাক্ষ নদ ভোলা নদী মংলা নদী মুক্তেশ্বরী টেকা নদী মধুমতি নদী মরিচ্চাপ-লবঙ্গবতী নদী মাথাভাঙ্গা নদী মাদারগাঙ নদী মাদারীপুর বিলরুট নদী মালঞ্চ নদী মিনহাজ নদী রূপসা নদী রাবনাবাদ নদী রায়মঙ্গল নদী লোহালিয়া নদী শাকবাড়িয়া নদী শাতলা-হারতা-নাথারকান্দা নদী শালদহ নদী শিবসা নদী শোলমারি নদী সুগন্ধা নদী সন্ধ্যা নদী সয়া-হাড়িভাঙ্গা নদী সাপমারা-হাবড়া নদী সালতা নদী সিরাজপুর হাওর নদী হরি নদী হরিহর নদী হামকুড়া নদী হাড়িয়া নদী হাপরখালী নদী হাবরখালী নদী হিশনা-ঝাঞ্চা নদীউত্তর-পশ্চিমাঞ্চলের নদী আখিরা-মাচ্চা নদী আত্রাই নদী আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর) আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর) আত্রাই নদী (পাবনা) আলাই নদী আলাইকুমারী নদী ইছামতি নদী (দিনাজপুর) ইছামতি নদী (পাবনা) ইছামতি নদী (বগুড়া) ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ) ইরামতি নদী করতোয়া নদী করতোয়া নদী (নীলফামারী) কাগেশ্বরী নদী কাটাখালী নদী (গাইবান্ধা) কালা নদী কালাপানি নদী কালুদাহা নদী কুমলাল-নাউতারা নদী কুরুম নদী কুলিক নদী খড়খড়িয়া-তিলাই নদী খালসিডিঙ্গি নদী গদাই নদী গভেশ্বরী নদী পদ্মা নদী গাংনাই নদী গিদারী নদী গিরাই নদী গুকসী নদী গোবরা নদী গোহালা নদী ঘড়িয়া খাল নদী ঘাঘট নদী ঘিরনাই নদী ঘোড়ামারা নদী চাওয়াই নদী চিকনাই নদী চিকলী নদী চিরি নদী চিড়ি নদী চুঙ্গাভাঙ্গা নদী ছাতনাই নদী ছোট ঢেপা নদী ছোট যমুনা নদী ছোট সেনুয়া নদী টাঙ্গন নদী ডাহুক নদী ঢেপা নদী তালমা নদী তিস্তা নদী তিস্তা নদী (পঞ্চগড়) তীরনই নদী তীরনই নদী (পঞ্চগড়) তুলসীগঙ্গা নদী দুধকুমার নদী দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী ধরলা নদী ধাইজান নদী ধুম নদী নর্ত নদী নলশীসা নদী নলেয়া নদী নাগর আপার নদী নাগর লোয়ার নদী নারোদ নদী পলিমারি নদী পাগলা নদী পাথরঘাটা নদী পাথরাজ নদী পুনর্ভবা নদী পেটকী নদী ফকিরনী নদী ফুলকুমার নদী ব্রহ্মপুত্র-যমুনা বড়াল আপার নদী বড়াল লোয়ার নদী বাঙালি নদী বাদাই নদী বার্নাই নদী বান্নী নদী বুরাইল নদী বুল্লাই নদী বুড়িখোড়া নদী বুড়ি তিস্তা নদী বেরং নদী বেলান নদী বেসানী নদী বোরকা নদী ভাদাই নদী ভুল্লী নদী ভেরসা নদী মহানন্দা আপার নদী মহানন্দা লোয়ার নদী মাইলা নদী মালদাহা নদী মুসাখান নদী মানস নদী যমুনা নদী (পঞ্চগড়) রতনাই নদী রামচণ্ডি নদী রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী লেংগা নদী লোনা নদী শিব নদী সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী সিমলাজান নদী সিরামাখালী খাল নদী সিংগিমারী নদী সুই নদী সেনুয়া নদী সোজ নদী হারাবতী নদী হুড়াসাগর নদীউত্তর-পূর্বাঞ্চলের নদী আত্রাখালি নদী আবুয়া নদী বা নান্দিয়া গাং আমরি খাল নদী ইসদার খাল-বারভাঙ্গা নদী উপদাখালী নদী উমিয়াম নদী কর্ণঝরা নদী কর্ণ-বালজা নদী করিস নদী কাঁচামাটিয়া নদী কাপনা নদী কামারখাল নদী কামারখালী নদী কালদাহার-কানিয়াকুল নদী কালনী নদী কালাপানিঝরা নদী কুশিয়ারা নদী কোরাঙ্গী নদী খাজাচিং নদী খাসিমারা নদী খেপা নদী খোয়াই নদী গুমাই নদী ঘাগটিয়া নদী ঘানুরা-বগালা নদী ঘোড়াউত্রা নদী চামতি নদী চিতলখালী নদী চেলা নদী জাফলং-ডাউকি নদী জালিয়া ছড়া নদী জালুখালি নদী জুরী নদী ডাউকা নদী ধলা নদী দুধদা নদী দোলতা নদী ধনু নদী ধলাই-বিসনাই নদী ধলাই নদী নকলা-সুন্দ্রাকাশি নদী নরসুন্দা নদী নলজুর নদী নয়াগাং নদী নয়া গাং নদী নিতাই নদী পাটনাই-পাইকারতলা নদী পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী পিয়াইন নদী পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা) পুরনো সুরমা নদী পোড়া খাল-খাইয়া নদী বটরখাল নদী বড় গাং নদী বাউলাই নদী বাথাইল নদী বালই নদী বিজনা-গুঙ্গাইজুরি নদী বিবিয়ানা নদী বেকরা নদী বেতৈর নদী বেদুরি নদী ভাবনা-বাঁশিয়া-বহিয়া নদী ভোগাই-কংস নদী মগড়া নদী মনু নদী মরা সুরমা নদী মহারশি নদী মহাসিং নদী মালিজি নদী মিরগী নদী জাদুকাটা-রক্তি নদী লংলা নদী লাইন নদী লাউরানজানি নদী লুভা নদী সাইদুলি-বারনি নদী সাতারখালী নদী সারি গোয়াইন নদী সিনাই নদী সিঙ্গুয়া নদী সুতাং নদী সুরমা নদী সোনাই-বরদাল নদী সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদী (ধর্মপাশা) সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী আইমান-আখিলা নদী আইমান-মোবারি নদী আড়িয়াল খাঁ নদী ইছামতি নদী (মানিকগঞ্জ) ইছামতি নদী (সিরাজদিখান) ইলিশমারী নদী এলংজানী নদী কাটাখালি নদী কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ) খিরো নদী (ত্রিশাল) খিরো নদী (ভালুকা) গাংডুবি নদী গাজীখালী নদী গোল্লার নদী চাতাল নদী চাপাই নদী চিলাই নদী জয়পাড়া খাল নদী ঝারকাটা নদী জিঞ্জিরাম নদী ঝিনাই নদী টঙ্গী নদী টংকি নদী তালতলা নদী তুরাগ নদী তুলসীখালী নদী ধলেশ্বরী নদী নাগদা নদী নাঙ্গলা নদী নালজুরি নদী নাংলী নদী পদ্মা নদী পাগারিয়া-শিলা নদী পারুলি খাল নদী পাহাড়িয়া নদী পুরনো ধলেশ্বরী নদী পুরাতন ব্রহ্মপুত্র নদী পুংলী নদী বংশী নদী বংশী নদী (সাভার) ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ) বাকসাতরা নদী বাজ্জা-মেধুয়া নদী বানার আপার নদী বানার লোয়ার নদী বালু নদী বুড়িগঙ্গা নদী বৈরান নদী বোশখালীর নদী মরা জিঞ্জিরাম নদী মাহারি নদী মিনিখালী নদী লাবুন্ধা নদী লৌহজং নদী শীতলক্ষ্যা নদী সালদা নদী সুতী নদী সুতিয়া নদী সোনাখালী নদী হাই নদী হাড়িদোয়া নদীপূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী ইছামতি নদী (রাঙ্গামাটি) ঈদগাও নদী কর্ণফুলি নদী কাসালং নদী চেঙ্গি নদী ডলু-টংকাবতী নদী নাফ নদী বুড়া মাতামুহুরী নদী বাঁকখালি নদী ভারুয়াখালি নদী ভোলাখাল নদী মাইনী নদী মাতামুহুরী নদী রাংখাইন নদী সাঙ্গু নদী হালদা নদীদক্ষিণ-পূর্বাঞ্চলের নদী আর্সি-নালিয়া নদী কাকড়ি নদী কাস্তি নদী গোমতী নদী ঘুংঘুর নদী ছোট ফেনী নদী ডাকাতিয়া নদী ডাসাডিয়া নদী তিতাস নদী পুরনো তিতাস নদী ধনাগোদা নদী ফেনী নদী বিজলি নদী বুড়ি নদী ভুলুয়া নদী মুহুরী নদী মেঘনা আপার নদী মেঘনা লোয়ার নদী লহর নদী লংগন বলভদ্রা নদী সালদা নদী সেলোনিয়া নদী সোনাই নদী হাওড়া নদীবাংলাদেশ-ভারত-মায়ানমার আন্তঃসীমান্ত নদীর তালিকা রায়মঙ্গল ইছামতী-কালিন্দী বেতনা-কোদালিয়া ভৈরব-কপোতাক্ষ মাথাভাঙ্গা গঙ্গা পাগলা আত্রাই পুনর্ভবা তেতুলিয়া টাংগন কুলিক বা কোকিল নাগর মহানন্দা ডাহুক করতোয়া তালমা ঘোড়ামারা দিওনাই-যমুনেশ্বরী বুড়িতিস্তা তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র জিঞ্জিরাম চিল্লাখালি ভোগাই সোমেশ্বরী দামালিয়া/যালুখালী নয়াগাঙ উমিয়াম যাদুকাটা ধলা পিয়াইন শারি-গোয়াইন সুরমা কুশিয়ারা সোনাই-বারদল জুরি মনু ধলাই লংলা খোয়াই সুতাং সোনাই হাওড়া বিজনী সালদা গোমতী কাকরাই-ডাকাতিয়া সিলোনিয়া মুহুরী ফেনী কর্ণফুলি নিতাই সাংগু মাতামুহুরী নাফ[২]অন্যান্য নদীউপরে উল্লেখিত আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও আরও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হলও। আউলিয়াখানা নদী আমনদামন নদী আস্তাইল নদী কম্পো নদী কাওরাইদ নদী কাজীপুর নদী কালিন্দী নদী খাড়িয়া নদী গন্দর নদী গুমানি নদী খোয়াথল্যাংতুইপুই নদী চিলাই নদী (সুনামগঞ্জ) চোরখাই নদী জলঢাকা নদী তেতুলিয়া নদী তৈনগাঙ থেগা নদী নাগেশ্বরী নদী ধানখালী নদী ধানসিঁড়ি নদী নীলগঞ্জ নদী পঞ্চবেণী প্রাণসায়র নদী ফটিকছড়ি নদী বরাক নদী বান্দসা নদী বুড়ো গৌরাঙ্গ নদী ময়ুর নদী রহমত খালি নদী রায়ডাক নদী লঙ্গাই নদী শুক নদী হরবাংছড়া নদী হরিণঘাটা নদী হাড়িয়াভাঙা নদী হেরাচামতি নদী

দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

বাংলাদেশের প্রধান নদনদীসমূহ

মূল নিবন্ধ: বাংলাদেশের বড় নদীসমূহ

নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়।বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।
পাউবো নির্ধারিত অন্যান্য নদী

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে । এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি) , উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী

আঠারবাঁকি নদী
আড়িয়াল খাঁ নদ
আতাই নদী
আন্ধারমানিক নদী
আফ্রা নদী
অর্পণগাছিয়া নদী
ইছামতি-কালিন্দি
কচা নদী
কপোতাক্ষ নদী
কুমার নদ (চুয়াডাঙ্গা)
কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ)
কুমার আপার নদী
কুমার লোয়ার নদী
কয়রা নদী
করুলিয়া নদী
কাকশিয়ালী নদী
কাজীবাছা নদী
কাটাখালী নদী
কাটাখাল নদী
কালীগঙ্গা নদী (পিরোজপুর),
কীর্তনখোলা নদী
খায়রাবাদ নদী
খোলপেটুয়া নদী
গড়াই নদী
গুনাখালি নদী
গলঘেসিয়া নদী
গুলিশাখালী নদী
ঘাঘর নদী
ঘাসিয়াখালী নদী
চত্রা নদী
চুনকুড়ি নদী
চন্দনা-বারাশিয়া নদী
চাটখালী নদী
চিত্রা নদী
ঝপঝপিয়া নদী
টর্কি নদী
টিয়াখালি নদী
ঢাকি নদী
তেঁতুলিয়া নদী
তেলিগঙ্গা-ঘেংরাইল নদী
দড়াটানা-পয়লাহারা নদী
দাড়ির গাঙ নদী
দেলুতি নদী
নুন্দা-উত্রা নদী
নবগঙ্গা নদী
নড়িয়া নদী
নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী
পটুয়াখালী নদী
পুটিমারি নদী
পুরাতন পশুর নদী
পশুর নদী
পাণ্ডব নদী
পানগুছি নদী
পালং নদী
ফটকি নদী
বগী নদী
বুড়িশ্বর-পায়রা নদী
বলেশ্বর নদী
বাদুড়গাছা নদী
বিশখালী নদী
বিশারকন্দা-বাগদা নদী
বিষ্ণু-কুমারখালি নদী
বেগবতী নদী
বেতনা নদী
বেলুয়া নদী
ভদ্রা নদী
ভুবনেশ্বর নদী
ভৈরব নদ
ভৈরব নদী (বাগেরহাট)
ভৈরব-কপোতাক্ষ নদ
ভোলা নদী
মংলা নদী
মুক্তেশ্বরী টেকা নদী
মধুমতি নদী
মরিচ্চাপ-লবঙ্গবতী নদী
মাথাভাঙ্গা নদী
মাদারগাঙ নদী
মাদারীপুর বিলরুট নদী
মালঞ্চ নদী
মিনহাজ নদী
রূপসা নদী
রাবনাবাদ নদী
রায়মঙ্গল নদী
লোহালিয়া নদী
শাকবাড়িয়া নদী
শাতলা-হারতা-নাথারকান্দা নদী
শালদহ নদী
শিবসা নদী
শোলমারি নদী
সুগন্ধা নদী
সন্ধ্যা নদী
সয়া-হাড়িভাঙ্গা নদী
সাপমারা-হাবড়া নদী
সালতা নদী
সিরাজপুর হাওর নদী
হরি নদী
হরিহর নদী
হামকুড়া নদী
হাড়িয়া নদী
হাপরখালী নদী
হাবরখালী নদী
হিশনা-ঝাঞ্চা নদী

উত্তর-পশ্চিমাঞ্চলের নদী

আখিরা-মাচ্চা নদী
আত্রাই নদী
আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর)
আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর)
আত্রাই নদী (পাবনা)
আলাই নদী
আলাইকুমারী নদী
ইছামতি নদী (দিনাজপুর)
ইছামতি নদী (পাবনা)
ইছামতি নদী (বগুড়া)
ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ)
ইরামতি নদী
করতোয়া নদী
করতোয়া নদী (নীলফামারী)
কাগেশ্বরী নদী
কাটাখালী নদী (গাইবান্ধা)
কালা নদী
কালাপানি নদী
কালুদাহা নদী
কুমলাল-নাউতারা নদী
কুরুম নদী
কুলিক নদী
খড়খড়িয়া-তিলাই নদী
খালসিডিঙ্গি নদী
গদাই নদী
গভেশ্বরী নদী
পদ্মা নদী
গাংনাই নদী
গিদারী নদী
গিরাই নদী
গুকসী নদী
গোবরা নদী
গোহালা নদী
ঘড়িয়া খাল নদী
ঘাঘট নদী
ঘিরনাই নদী
ঘোড়ামারা নদী
চাওয়াই নদী
চিকনাই নদী
চিকলী নদী
চিরি নদী
চিড়ি নদী
চুঙ্গাভাঙ্গা নদী
ছাতনাই নদী
ছোট ঢেপা নদী
ছোট যমুনা নদী
ছোট সেনুয়া নদী
টাঙ্গন নদী
ডাহুক নদী
ঢেপা নদী
তালমা নদী
তিস্তা নদী
তিস্তা নদী (পঞ্চগড়)
তীরনই নদী
তীরনই নদী (পঞ্চগড়)
তুলসীগঙ্গা নদী
দুধকুমার নদী
দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী
ধরলা নদী
ধাইজান নদী
ধুম নদী
নর্ত নদী
নলশীসা নদী
নলেয়া নদী
নাগর আপার নদী
নাগর লোয়ার নদী
নারোদ নদী
পলিমারি নদী
পাগলা নদী
পাথরঘাটা নদী
পাথরাজ নদী
পুনর্ভবা নদী
পেটকী নদী
ফকিরনী নদী
ফুলকুমার নদী
ব্রহ্মপুত্র-যমুনা
বড়াল আপার নদী
বড়াল লোয়ার নদী
বাঙালি নদী
বাদাই নদী
বার্নাই নদী
বান্নী নদী
বুরাইল নদী
বুল্লাই নদী
বুড়িখোড়া নদী
বুড়ি তিস্তা নদী
বেরং নদী
বেলান নদী
বেসানী নদী
বোরকা নদী
ভাদাই নদী
ভুল্লী নদী
ভেরসা নদী
মহানন্দা আপার নদী
মহানন্দা লোয়ার নদী
মাইলা নদী
মালদাহা নদী
মুসাখান নদী
মানস নদী
যমুনা নদী (পঞ্চগড়)
রতনাই নদী
রামচণ্ডি নদী
রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী
লেংগা নদী
লোনা নদী
শিব নদী
সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী
সিমলাজান নদী
সিরামাখালী খাল নদী
সিংগিমারী নদী
সুই নদী
সেনুয়া নদী
সোজ নদী
হারাবতী নদী
হুড়াসাগর নদী

উত্তর-পূর্বাঞ্চলের নদী

আত্রাখালি নদী
আবুয়া নদী বা নান্দিয়া গাং
আমরি খাল নদী
ইসদার খাল-বারভাঙ্গা নদী
উপদাখালী নদী
উমিয়াম নদী
কর্ণঝরা নদী
কর্ণ-বালজা নদী
করিস নদী
কাঁচামাটিয়া নদী
কাপনা নদী
কামারখাল নদী
কামারখালী নদী
কালদাহার-কানিয়াকুল নদী
কালনী নদী
কালাপানিঝরা নদী
কুশিয়ারা নদী
কোরাঙ্গী নদী
খাজাচিং নদী
খাসিমারা নদী
খেপা নদী
খোয়াই নদী
গুমাই নদী
ঘাগটিয়া নদী
ঘানুরা-বগালা নদী
ঘোড়াউত্রা নদী
চামতি নদী
চিতলখালী নদী
চেলা নদী
জাফলং-ডাউকি নদী
জালিয়া ছড়া নদী
জালুখালি নদী
জুরী নদী
ডাউকা নদী
ধলা নদী
দুধদা নদী
দোলতা নদী
ধনু নদী
ধলাই-বিসনাই নদী
ধলাই নদী
নকলা-সুন্দ্রাকাশি নদী
নরসুন্দা নদী
নলজুর নদী
নয়াগাং নদী
নয়া গাং নদী
নিতাই নদী
পাটনাই-পাইকারতলা নদী
পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী
পিয়াইন নদী
পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা)
পুরনো সুরমা নদী
পোড়া খাল-খাইয়া নদী
বটরখাল নদী
বড় গাং নদী
বাউলাই নদী
বাথাইল নদী
বালই নদী
বিজনা-গুঙ্গাইজুরি নদী
বিবিয়ানা নদী
বেকরা নদী
বেতৈর নদী
বেদুরি নদী
ভাবনা-বাঁশিয়া-বহিয়া নদী
ভোগাই-কংস নদী
মগড়া নদী
মনু নদী
মরা সুরমা নদী
মহারশি নদী
মহাসিং নদী
মালিজি নদী
মিরগী নদী
জাদুকাটা-রক্তি নদী
লংলা নদী
লাইন নদী
লাউরানজানি নদী
লুভা নদী
সাইদুলি-বারনি নদী
সাতারখালী নদী
সারি গোয়াইন নদী
সিনাই নদী
সিঙ্গুয়া নদী
সুতাং নদী
সুরমা নদী
সোনাই-বরদাল নদী
সোমেশ্বরী নদী
সোমেশ্বরী নদী (ধর্মপাশা)
সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)

উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী

আইমান-আখিলা নদী
আইমান-মোবারি নদী
আড়িয়াল খাঁ নদী
ইছামতি নদী (মানিকগঞ্জ)
ইছামতি নদী (সিরাজদিখান)
ইলিশমারী নদী
এলংজানী নদী
কাটাখালি নদী
কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ)
খিরো নদী (ত্রিশাল)
খিরো নদী (ভালুকা)
গাংডুবি নদী
গাজীখালী নদী
গোল্লার নদী
চাতাল নদী
চাপাই নদী
চিলাই নদী
জয়পাড়া খাল নদী
ঝারকাটা নদী
জিঞ্জিরাম নদী
ঝিনাই নদী
টঙ্গী নদী
টংকি নদী
তালতলা নদী
তুরাগ নদী
তুলসীখালী নদী
ধলেশ্বরী নদী
নাগদা নদী
নাঙ্গলা নদী
নালজুরি নদী
নাংলী নদী
পদ্মা নদী
পাগারিয়া-শিলা নদী
পারুলি খাল নদী
পাহাড়িয়া নদী
পুরনো ধলেশ্বরী নদী
পুরাতন ব্রহ্মপুত্র নদী
পুংলী নদী
বংশী নদী
বংশী নদী (সাভার)
ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ)
বাকসাতরা নদী
বাজ্জা-মেধুয়া নদী
বানার আপার নদী
বানার লোয়ার নদী
বালু নদী
বুড়িগঙ্গা নদী
বৈরান নদী
বোশখালীর নদী
মরা জিঞ্জিরাম নদী
মাহারি নদী
মিনিখালী নদী
লাবুন্ধা নদী
লৌহজং নদী
শীতলক্ষ্যা নদী
সালদা নদী
সুতী নদী
সুতিয়া নদী
সোনাখালী নদী
হাই নদী
হাড়িদোয়া নদী

পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী

ইছামতি নদী (রাঙ্গামাটি)
ঈদগাও নদী
কর্ণফুলি নদী
কাসালং নদী
চেঙ্গি নদী
ডলু-টংকাবতী নদী
নাফ নদী
বুড়া মাতামুহুরী নদী
বাঁকখালি নদী
ভারুয়াখালি নদী
ভোলাখাল নদী
মাইনী নদী
মাতামুহুরী নদী
রাংখাইন নদী
সাঙ্গু নদী
হালদা নদী

দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী

আর্সি-নালিয়া নদী
কাকড়ি নদী
কাস্তি নদী
গোমতী নদী
ঘুংঘুর নদী
ছোট ফেনী নদী
ডাকাতিয়া নদী
ডাসাডিয়া নদী
তিতাস নদী
পুরনো তিতাস নদী
ধনাগোদা নদী
ফেনী নদী
বিজলি নদী
বুড়ি নদী
ভুলুয়া নদী
মুহুরী নদী
মেঘনা আপার নদী
মেঘনা লোয়ার নদী
লহর নদী
লংগন বলভদ্রা নদী
সালদা নদী
সেলোনিয়া নদী
সোনাই নদী
হাওড়া নদী

বাংলাদেশ-ভারত-মায়ানমার আন্তঃসীমান্ত নদীর তালিকা

রায়মঙ্গল
ইছামতী-কালিন্দী
বেতনা-কোদালিয়া
ভৈরব-কপোতাক্ষ
মাথাভাঙ্গা
গঙ্গা
পাগলা
আত্রাই
পুনর্ভবা
তেতুলিয়া
টাংগন
কুলিক বা কোকিল
নাগর
মহানন্দা
ডাহুক
করতোয়া
তালমা
ঘোড়ামারা
দিওনাই-যমুনেশ্বরী
বুড়িতিস্তা
তিস্তা
ধরলা
দুধকুমার
ব্রহ্মপুত্র
জিঞ্জিরাম
চিল্লাখালি
ভোগাই
সোমেশ্বরী
দামালিয়া/যালুখালী
নয়াগাঙ
উমিয়াম
যাদুকাটা
ধলা
পিয়াইন
শারি-গোয়াইন
সুরমা
কুশিয়ারা
সোনাই-বারদল
জুরি
মনু
ধলাই
লংলা
খোয়াই
সুতাং
সোনাই
হাওড়া
বিজনী
সালদা
গোমতী
কাকরাই-ডাকাতিয়া
সিলোনিয়া
মুহুরী
ফেনী
কর্ণফুলি
নিতাই
সাংগু
মাতামুহুরী।


অন্যান্য নদী

উপরে উল্লেখিত আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও আরও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হল।

আউলিয়াখানা নদী
আমনদামন নদী
আস্তাইল নদী
কম্পো নদী
কাওরাইদ নদী
কাজীপুর নদী
কালিন্দী নদী
খাড়িয়া নদী
গন্দর নদী
গুমানি নদী
খোয়াথল্যাংতুইপুই নদী
চিলাই নদী (সুনামগঞ্জ)
চোরখাই নদী
জলঢাকা নদী
তেতুলিয়া নদী
তৈনগাঙ
থেগা নদী
নাগেশ্বরী নদী
ধানখালী নদী
ধানসিঁড়ি নদী
নীলগঞ্জ নদী
পঞ্চবেণী
প্রাণসায়র নদী
ফটিকছড়ি নদী
বরাক নদী
বান্দসা নদী
বুড়ো গৌরাঙ্গ নদী
ময়ুর নদী
রহমত খালি নদী
রায়ডাক নদী
লঙ্গাই নদী
শুক নদী
হরবাংছড়া নদী
হরিণঘাটা নদী
হাড়িয়াভাঙা নদী
হেরাচামতি নদী।



( সংগৃহীত )।

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

বিশ্বরেকর্ডে খিচুরি রান্না


বিশ্বরেকর্ডে খিচুরি রান্না



ওটা খিচুড়ি নয় !
আসলে জগাখিচুড়ি !

জগাখিচুড়ি।
চাল-ডাল
বিভিন্ন শাক-পাতা-ডাঁটা-সবজি-কাঁচালঙ্কা-তেজপাতা ইত্যাদি
ও  বিভিন্ন মশলা সহযোগে রান্না
খিচুড়ি !

রান্নায় অল্প তেল দিতে হয় !
উনুন থেকে নামিয়ে দিতে হয়
দেশি গরুর দুধ থেকে তৈরি
টাটকা  'গাওয়া'  ঘি !

জগাখিচুড়ি
বাংলার সম্পদ !

খিচুড়ি রাঁধতে  'শেফ' লাগে না !
লাগে
'রাঁধুনি' !
রাঁধুনি বামুন !
পঞ্চাশ জনের দলে
কতজন
মহিলা রাঁধুনি
ছিলেন ?

কতৃপক্ষ
খিচুড়ির নামটা
বদলে ফেলুন !

বলুন
" জগাখিচুড়ি " !

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

To Facebook.com 2


To Facebook.com 2



আজকের দিনের,  একবছর আগের,   'স্মৃতিগুলো'  পাই নি !

আপনারা কী  'পোস্টিং' করেন নি ?

প্রণব কুমার কুণ্ডু।

৪/১১/২০১৭।

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

দলিত


দলিত








দলিত                  Ramprasad Goswami-এর  'পোস্ট।            শেয়ার করেছেন      প্রণব কুমার কুণ্ডু।


আমি জন্ম থেকে দেখে আসছি যে আমাদের দেশের কিছু লোক ডঃ আম্বেদকরের নাম ব্যবহার করে হিন্দু ধর্মকে ছোট করে এবং উচ্চবর্ণের সাথে দলিতদের একটা ঠান্ডাযুদ্ধের সৃষ্টি করে এবং হিন্দুদের ঐক্যতাতে ফাটল ধরিয়ে দেয়,  শুধুমাত্র হিন্দু ধর্মের অস্তিত্বকে বিলীন করার জন্য, এককথায় বলতে গেলে,  এই ভুয়ো মুসলিম-দলিত ঐক্যের নেতারা ভারতবর্ষেকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায় ।

এই দলিত-মুসলিম নেতারা উচ্চবর্নের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য গর্জে উঠেন,  কিন্তু ইসলামিক জেহাদিদের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটে বসে থাকেন ।

সেই ভন্ড হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী নেতাদের কয়েকটি ঘটনা উদাহরণ হিসাবে তুলে ধরছি, বুকের পাটা থাকলে উত্তর দেবেন....

১. আগ্রাতে বিশ্ব হিন্দু পরিষদের দলিত নেতা আশোক মেহর কে, যখন জিহাদি মুসলিমরা হত্যা করল,  তখন আপনাদের মত আম্বেদকরবাদিরা,  কেন চুপ ছিলেন ?

২. পুনের দলিত যুবক সাবন কে, যখন,  জেহাদি মুসলিমরা দাঙ্গার সময় জ্যান্ত পুড়িয়ে মারল,  তখন আপনাদের মত আম্বেদকরবাদিরা,  কেন চুপ ছিলেন ?

৩. কেরলের দলিত কন্যাকে ৩৮ টি গভীর ক্ষত করে,  ধর্ষণ করে হত্যাকারী, আমিরুল ইসলামের বিরুদ্ধে, আপনাদের মত আম্বেদকরবাদিরা,  কেন চুপ ছিলেন?

৪. উত্তরপ্রদেশের কৈরানাতে,  যখন দলিত কন্যাদের গণধর্ষন করে বিতাড়িত করা হল,  তখন আপনাদের মত আম্বেদকরবাদিরা কেন চুপ ছিলেন?

৬. মুজফরনগর দাঙ্গার সময়,  দলিতদের উপরে জেহাদি মুসলিমরা যখন অত্যাচার করছিল,  তখন আপনাদের মত আম্বেদকরবাদিরা কেন চুপ ছিলেন?

৬. জেহাদি মুসলিমরা বাংলাদেশের দলিত হিন্দুদের কচুকাটা করে শেষ করে দিল,  কিন্তু আপনাদের মতো ভণ্ড আম্বেদকরবাদিরা কেন চুপ ছিলেন?

আমি জানতে চাই এই ভণ্ড আম্বেদকরবাদিরা কি জানেন,  আম্বেদকরের ব্যাপারে?

এক পয়সার জ্ঞান নেই.  অথচ জেহাদি মুসলিমদের সাথে একমঞ্চে দাঁড়িয়ে, নিজেদেরকে আম্বেদকরবাদি বলে ঘোষণা করছেন?

সত্যি জানতে চাই আম্বেদকর সাহেবের বই  "হু ইজ শুদ্র"  পড়ে নিজের ধর্মকে সন্মান করা শিখুন ।

আপনাদের মতো আম্বেদকরবাদিরা তো,  ইয়াকুব মেমন, আফজল গুরুর,  ফাঁসির বিরোধিতা করে প্রতিবাদ করেন, দাদরির একলাখের মৃত্যুর প্রতিবাদে চিৎকার করেন, উমর খালিদদের দেশদ্রোহীতাকে সমর্থন করেন....

আসলে যদি কোনো দলিত হিন্দু সংগঠনের নেতা কিংবা কর্মী হয়, যদি কোনো দলিত বিজেপির সমর্থক হয়, যদি সেই দলিতের হত্যা হয়,  তখন আম্বেদকরবাদিরা,  মুখে কুলুপ এঁটে থাকে,  কিন্তু যদি কোনো বামপন্থী-সেকুলার রাজনৈতিক দলের দলিতের হত্যা হয়,  তখন হিন্দু সংগঠন ও মোদী গুষ্ঠির ষষ্ঠী পুজো করা হয়...

দলিত-মুসলিম ঐক্য একটি কৌশল,  যাতে হিন্দুরা একত্রিত না হতে পারে, কারণ হিন্দুদের মধ্যে ঐক্যতা বৃদ্ধি পেলে ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র তৈরী করা কঠিন হবে ।

ভণ্ড আম্বেদকরবাদিদের থেকে দুরত্ব বজায় রাখুন।    (সংগৃহীত)।


মন্তব্য।
Pranab Kumar Kundu
Pranab Kumar Kundu তথ্যসংযুক্তি দিয়ে ভালো লিখেছেন ! সাধুবাদ !
লাইক।
Pranab Kumar Kundu


লর্ড নর্থব্রুক


লর্ড নর্থব্রুক



লর্ড নর্থব্রুক
Thomas George Baring,
First Earl of  North brook.

Earl.
A British nobleman.
মর্যাদায়  marquis  ও  viscount-এর  মধ্যবর্তী।

লর্ড নর্থব্রুক, ভারতে আসেন, ভাইসরয় হিসাবে,  ১৮৭২  খ্রিস্টাব্দের  ৩রা মে।
তিনি, ভারত ছেড়ে চলে যান,  ১৮৭৬  খ্রিস্টাব্দের  ১২ই এপ্রিল।

তৎকালীন ভারতে, লর্ড নর্থব্রুক, ইনকামট্যাক্স তুলে দিয়েছিলেন।

তাতে, ভারতীয় প্রজারা খুব খুশি হয়েছিলেন।

আমরা এখন দেখছি, ডঃ স্যুব্রমোণিয়ান স্বামী ( Dr. Subramanian Swamy ), ইনকামট্যাক্স তুলে দেবার প্রচেষ্টা, ইউটিউবে,  চালাচ্ছেন ।

তাই, ডঃ স্যুব্রমোণিয়ান স্বামীর ওপর, মোদিজি, বেজায় চটেছেন।



*সুবল-৭১৪।

সমাধি


সমাধি




সমাধি




সমাধিতে
হৃদয়াবেগ সামান্য উচ্চগ্রামে ওঠার ফলে, যদি দৃষ্টি স্তিমিত হয়, যদি ইন্দ্রিয়গুলি সব স্তব্ধ হয়, যদি প্রাণস্পন্দন নিরুদ্ধপ্রায় হয়, তবেই যে সমাধি হয়, তবেই ষে সত্যি সত্যি সমাধি লাভ হয়েছে, সে কথা কিন্তু বলা যায় না !

সমাধি
চেতনার আলোর বিস্ফারণ !
সমাধি
প্রজ্ঞাজ্যোতিঃ'র সমুদ্ভাসন !

যার ফলে হয়, যোগির, যোগজ প্রত্যক্ষীকরণ !

যোগির সফল সাধনা !
যোগির আনন্দ আর, ধরে না !

যোগী উৎফুল্ল !
যোগী হর্ষোৎফুল্ল !



* পটভূমি : গোবিন্দগোপাল মুখোপাধ্যায়-এর, 'চেতনার আরোহিণী'।

Pranab Kumar Kundu

শিক্ষা ( গদ্য )







শিক্ষা ( গদ্য )



শিক্ষা

শিক্ষা, আমাদের অজ্ঞতা থেকে, নব আলোকে উদ্ভাসিত করে।
শিক্ষা আধ্যাত্মিক,  রাজনৈতিক, পঠনপাঠন সম্পর্কিত, সমাজকেন্দ্রিক, অর্থনৈতিক, বা যে কোন বিষয়ভিত্তিক হতে পারে।
শিক্ষায় তত্ত্বগত এবং বৃত্তিগত, উভয় ধারার সংমিশ্রণ থাকা দরকার।
শিক্ষা আসলে বিমুক্তিকরণ।
চিন্তাশক্তির দৈন্যতা এবং অশিক্ষায় আবদ্ধ থাকার জটিলতা থেকে,  মুক্ত হবার শিক্ষা ।
শিক্ষা আমাদের মুক্ত করে দেয় ! মুক্তমনা করে দেয়।
ভাবনা্য় চৈতন্য আনে।
জীবনব্যাপী জীবনধারায় সাযুজ্য রক্ষা করে।

শিক্ষায় শিক্ষাতিমি না হয়ে, আমাদের জীবনে দরকার, তার সুষ্ঠু সার্বিক তত্ত্বগত ও ব্যবহারিক প্রয়োগ।
নচেৎ শিক্ষা সুপ্ত থেকে যাবে !
আজকাল, এই শিক্ষাতিমি, আর শিক্ষাতিমিঙ্গিলরা সমাজে, লুটোপাটি করে, হুটোপাটি করে, আখের গোছায় !
চোখ রাঙায়।
রাজনীতিতে যোগ দেয়।
আর আমাদের কপাল পোড়ায় !
অন্যের বশংবদ হয়ে থাকে।

শিক্ষা আসলে, সুশিক্ষাগুলোর গ্রন্থিবন্ধন করানো।
শিক্ষার বিভিন্নধারার মিলিত সত্ত্বার সঠিক মেলবন্ধন করানো।

শিক্ষায় থাকবে
সার্থক সমন্বয়পুর্ণ ঐকতান
ও তার সুব্যবহারিক সুপ্রয়োগের বিধান !

Pranab Kumar Kundu

পুরনো ভাবনা


পুরনো ভাবনা



ছেলে-মেয়ে-দের তৈরি করে মানুষ করার জন্য, যে একটা যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার সৃষ্টি হয়েছে, তার নাম স্কুল !
ঐ শিক্ষার জন্য দরকার আশ্রমের !
যেটা আশ্রয়স্থল হবে। সব ধরণের শিক্ষা দেবার উপযুক্ত ক্ষেত্র হবে !

আশ্রমে থাকবে সমস্ত জীবনের জন্য, জীবনমুখী-শিক্ষার সজীব ভূমিকা। সুবন্দোবস্ত।

আশ্রমের কেন্দ্রস্থলে থাকবে, ধর্ম ! থাকবেন, ধর্মগুরু !
ধর্ম ছাড়া সমস্ত কিছু অ-ধর্ম !
থাকবে মানবতার, মানবিকতার ধর্ম !

থাকবে সহনশীলতার আর সহযোগিতার প্রতিযোগিতা !

আবার পুরনো ভাবনায় ফিরে যাওয়া,  কবে থেকে হচ্ছে শুরু ?