ক্ষমা
ক্ষমা চাইলেই ক্ষমা করা নয় !
ক্ষমা তখনই করা উচিত, যখন দেখা যায়, ক্ষমাপ্রার্থী তার 'স্বভাব' শুধরে নিয়েছে !
নইলে ক্ষমা নয় !
ক্ষমা চাওয়া আর দুঃখ প্রকাশ, এক নয় !
স্মরণ করুন, ভারতীয় লোকসভায় জনৈক এম.পি'র, 'ক্ষমা চাওয়ার' বদলে 'দুঃখ প্রকাশ' দিয়ে কাজ সারলেন !
অন্যরা, যাঁরা তখন পার্লামেন্টে উপস্থিত ছিলেন, সহর্ষে, হাততালি দিয়ে, হাত ফাটালেন !
সবাই মিলে, 'ক্ষমা চাওয়া' আর 'দুঃখ প্রকাশ' এক করে দিলেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন