শনিবার, ৬ মে, ২০১৭

মেডিকেল কলেজ কলকাতা ২


মেডিকেল কলেজ কলকাতা ২



Government of West Bengal
Department of Pathology, Medical College
88, College Street, Kolkata- 700 073

Specimen Examination Form

Histopathology Report

Gross Examination

urine

মান্ধাতার আমলের, rubber stamp ব্যবহার করা হচ্ছে ! সেই রবার স্টাম্পটা নষ্ট হয়ে গিয়েছে ! তবু ব্যবহার হচ্ছে !
Stamp Pad-এ কালি নেই ! জল ঢেলে  'পানেট'  করা হচ্ছে !
কি কিম্ভূতকিমাকার দেখতে হচ্চে !
বারোটা item-এর মধ্যে, মাত্র তিনটি item-এর report দিচ্ছে !
তাও, ভালোভাবে পড়া যাচ্ছেনা !

Blood

সেখানেও মান্ধাতার আমলের রাবার স্টাম্প ব্যবহার হচ্ছে !
সেই রাবার স্টাম্পটা নষ্ট হয়ে গিয়েছে !
তবু ব্যবহার হয়ে যাচ্ছে !
স্টাম্প প্যাড-এ কালি নেই, জল ঢেলে কাজ চালানো হচ্ছে !
কিম্ভূতকিমাকার দেখতে লাগচে !
কুড়িটি item-এর মধ্যে অনেকগুলিই ফাঁকা থাকছে !
প্রায় কিছুই সঠিকভাবে পড়া যাচ্ছে না !

ধন্য বটে মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগ !

প্যাথলজি বিভাগের,  ডিপার্টমেন‌‌টাল হেডকে কুর্নিশ !






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন