মেডিকেল কলেজ কলকাতা ১
Government of West Bengal
Department of Pathology, Medical College
88, College Street, Kolkata-700 073
Specimen Examination Form
এই Specimen Examination Form, fill-up করে দেওয়ার কথা, সকাল নটা থেকে ! কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিটি
সকাল দশটার আগে তাঁর চেয়ারেই বসেন না !
আর দুপুর দুটোয়, তিনি, form fill-up করা, বন্ধ করে দেন !
যদিও out-door চলে, প্রায় চারটে-সাড়েচারটা পর্যন্ত !
কেন তাঁরা, out-door শেষ হওয়ার পরেও, অন্তত, আধঘন্টা থাকবেন না ?
এবং form fill-up করার, নির্দিষ্ট কাজ করে দেবেন না ?
পশ্চিমবঙ্গ সরকার, একজন ক্ষমতাবান মন্ত্রীকে, কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালের জন্য depute করুন, এবং জনসাধারণের বিভিন্ন অভিযোগ, on the spot, take-up করুন, এবং, সুরাহা করুন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন