অশ্রূ
অনুতাপ অশ্রু, আর, আনন্দ অশ্রুতে, তফাত কি ?
নাসামূলের দিকে, দুই চোখের, যে দুইটি কোণ আছে, সেই দুইটি কোণ থেকে, অনুতাপের অশ্রু বের হয় !
দুই চোখের অপর দুইটি কোণ দিয়ে, আনন্দ অশ্রু বের হয় !
সূত্র : 'শ্রীশ্রীরামকৃষ্ণগীতা'। শ্রীসঞ্জীব চট্টোপাধ্যায় সংকলিত !
ফাজলামোর একশেষ !
অনুতাপ।
কৃতকর্মের জন্য দুঃখ ! অনুশোচনা ! আপশোস !
আনন্দ।
হর্ষ। তৃপ্তি। সুখ। আহ্লাদ। স্ফূর্তি। সত্যের উপলব্ধি থেকে উৎপন্ন, একধরণের গভীর অনু্ভূতি, এবং সেইরূপ অনুভূতির সত্তাই, হতে পারে আনন্দ !
অশ্রু।
চোখের জল।
অশ্রুকণা। চোখের জলের বিন্দু।
অশ্রুজল। অশ্রু।
অশ্রুপাত। অশ্রুবর্ষণ।
অশ্রুমোচন। চোখের জল ফেলা। ক্রন্দন। কাঁদা।
অশ্রূপূর্ণ। চোখের জলে ভরা।
অশ্রুবারি। চোখের জল।
অশ্রূমুখী। [ স্ত্রী ]। মুখ, চোখের জলে ভেজা, এমন। ক্রন্দনরতা।
অশ্রুরুদ্ধ। চাপা কান্নায় অশ্রু রুদ্ধ। কান্নায় অশ্রু রুদ্ধ হয়েছে, বা, অশ্রু আটকে গেছে, এমন।
অশ্রুসিক্ত। চোখের জলে ভেজা।
Science Behind Tear Duct Anatomy
When the eye blinks, the lid pushes the tears across the eye into the drains (puncta) at the inner corner. The drains empty into channels (canaliculi) that connect the eye with the nose. The channels drain into a tear sac (lacrimal sac) that lies beside the nose. The sac narrows into the tear duct (lacrimal duct), which drains through the nasal bone into the nostril.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন