সোমবার, ১ মে, ২০১৭

স্বামী বিবেকানন্দ

রামকৃষ্ণ মিশনের প্রতীক চিহ্ণ

স্বামী বিবেকানন্দ
                                                                   স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ !
পূর্বাশ্রমের নাম  নরেন্দ্রনাথ দত্ত।
পিতা  বিশ্বনাথ দত্ত।
মাতা  ভুবনেশ্বরী দেবী।
স্বামী বিবেকানন্দ  একজন হিন্দু সন্ন্যাসী।
দার্শনিক।
লেখক।
সঙ্গীতজ্ঞ।
স্থাপত্যবিদ্যার নান্দনিক জ্ঞানে পারদর্শী।
১৯০০ শতকের  একজন ভারতীয় অতীন্দ্রিয়বাদী !
রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য।
খুব ভালো জনসংযোগ ছিল তাঁর !
হিন্দুর শাস্ত্রজ্ঞানে, এবং বিভিন্ন ধর্ম সম্বন্ধীয় জ্ঞানে, তিনি ছিলেন পণ্ডিত !
বিশ্বের, এ প্রান্ত থেকে, ও প্রান্ত, তিনি পরিভ্রমণ করেছিলেন !
তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা !
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, ১৮৯৭ সালের ১লা মে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন