বুধবার, ১৭ মে, ২০১৭

বুদ্ধপূর্ণিমায় ছুটি


বুদ্ধপূর্ণিমায় ছুটি



বুদ্ধপূর্ণিমার দিনে,  ১০ই মে ২০১৭,   একদিন ছুটি দিয়ে,  পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার,   সমস্ত বৌদ্ধধর্মাবলম্বিদের রাজনৈতিক সমর্থন আদায় করে নিলেন !

বৈশাখি পূর্ণিমায়,  আনেক হিন্দুর ঘরে,  নারায়ণ পূজার আয়োজন হয়ে থাকে !

এবার, ঐদিন আবার গন্ধেশ্বরী পূজা !

পশ্চিমবঙ্গের  'হিন্দু'  মুখ্যমন্ত্রী,  নারায়ণ পূজার ছুটি দিলেন না !

গন্ধেশ্বরী পুজার ছুটি দিলেন না !


প্রসঙ্গত,  পশ্চিমবঙ্গে,  বৌদ্ধধর্মাবলম্বিদের শতকরা হিসেব মাত্র  ০.৩১ !

যেখানে,  হিন্দুধর্মাবলম্বিদের শতকরা হিসেব  ৭০.৫৪ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন