বুধবার, ১০ মে, ২০১৭

গুজরাতের জনগণ


গুজরাতের জনগণ



গুজরাতের জনগণ,  মোহনদাস করমচাঁদ গান্ধিকে,  'বাপু' বলতেন !

[ আনন্দবাজার পত্রিকার বানান, মোহনদাস কর্মচন্দ গাঁধী ! ]

গুজরাতিতে  'বাপু'  শব্দের অর্থ,  'পিতা' !

এটা গুজরাতিদের দেওয়া,  গান্ধিজিকে বিশেষণ ! বিশেষ মর্যাদা !


গুজরাতের লোকজন আবার গান্ধিজিকে,  "মহাত্মা"  উপাধি দান করলো !


গুজরাতিরা গুজরাতির পিঠ চুলকোবেন,  তাতে আর বলার কি আছে ?


প্রসঙ্গত বলি, পাকিস্তান রাষ্ট্রের দাবীদার আর স্থপতি,  মহম্মদ আলি জিন্নাহ-ও ছিলেন,  গুজরাতি !!

সেই হিসাবে, গান্ধিজি ও জিন্নাহ সাহেব ছিলেন,  'দেশতুতো'   'জ্ঞাতি' !



পুনশ্চ !

এখন আবার গুজরাতি মোদিজি এসেছেন !

তাই,  কিছু না পেয়ে,  গন্ধিজি আর তাঁর চশমাটাকে,  মোদিজি,  চেপে ধরেছেন !

মহাত্মার আত্মাটি,  কোন এক ফাঁক বুঝে,  ফের গুলি খাওয়ার ভয়ে,  পালিয়ে গিয়েছেন !

তাই,  গান্ধিজির চশমাটাকেই,  মোদিজি,  খুব জোরে,  চেপে ধরেছেন !

সেই কারণে,  গান্ধিজির চশমার দুটি ডাঁটি,  মোদিজি,   বাঁকিয়ে ফেলেছেন !

টাকায়,  সেটির ছবি তুলে ধরে,  মোদিজি,   সেই বাঁকা ডাঁটির,  ছাপ রেখেছেন !


সারা দেশে তুলে ধরেছেন !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন