ঋত
ঋত।
মহাজাগতিক শৃঙ্খলা !
মহাজাগতিক শৃঙ্খলার ধারণা থেকে এসেছে, আমাদের সামাজিক শৃঙ্খলা !
আমাদের সামাজিক শৃঙ্খলার ধারণা থেকে, আবার এসেছে, আমাদের নৈতিক শৃঙ্খলা !
সামাজিক শৃঙ্খলা, নৈতিক শৃঙ্খলা, এগুলো, মানুষের শৃঙ্খলা !
জগৎ তার শৃঙ্খলা পেয়েছে, মহাজাগতিক শৃঙ্খলা থেকে !
মহাজাগতিক বিশৃঙ্খলা, অন্য এক ধরণের আলাদা মহাজাগতিক 'শৃঙ্খলা' !
জাগতিক বিশৃঙ্খলাও তাই ! অন্য আরেক ধরণের জাগতিক 'শৃঙ্খলা' !
যেটা মহাজাগতিক বিশৃঙ্খলা, সেটা মহাজাগতিক উদ্দামতা !
যেটা জাগতিক বিশৃঙ্খলা, সেটা জাগতিক উদ্দামতা !
মহাজাগতিক বিশৃঙ্খলা, মোটামুটি ভাবে, মহাজগতের ত্রিগুণের তমোগুণ আর রজোগুণ জাত !
জাগতিক বিশৃঙ্খলা, সেই রকম, মোটামুটি ভাবে, জগতের ত্রিগুণের তমোগুণের আর রজোগুণের আস্ফালন !
ঋত শব্দে আবার, মহাজাগতিক, জাগতিক, ক্রম বুঝায় !
মহাজাগতিক বস্তুনিচয়ের, এবং, জাগতিক সূর্ষ চন্দ্র পৃথিবী ইত্যাদির নিয়মনিবদ্ধ গতি বুঝায় !
দিবারাত্রি, ষড়ঋতুর ক্রম, ইত্যাদি বুঝায় !
ঋত পবিত্র। সত্য। সত্যপথ !
মানুষের ক্ষেত্রে, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক বিশৃঙ্খলা, কিন্তু, 'অন্য ধরণের' বা 'আরেক ধরণের', 'শৃঙ্খলা' নয় ! ওটা সত্যি সত্যি' "বিশৃঙ্খলা" !!
* সূত্র 'তত্ত্বমসি', শ্রাবণ ১৪২৩, পৃষ্ঠা ৪৭। 'ব.শ.কো.', পৃষ্ঠা ৪৫৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন