শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

শব্দদূষণ


শব্দদূষণ



বাব্বাঃ ! শব্দদূষণে মারা পড়ছি !

আমাদের বাড়ির কটা বাড়ি পরে, সারাদিন ধরে,  রাত অবধিও,  কি বিকট আর বিশ্রি আওয়াজ হচ্ছে !

সপ্তাহতিনেক ধরে চলছে !

 পশ্চিমবঙ্গ সরকারের দূষণনিয়ন্ত্রণ পর্ষদ ব্যাপারটা দেখতে পারে না ?

দেখুন না,  কোন সুরাহা করতে পারেন কিনা !

মনে হচ্ছে, ট্রেনের মালগাড়ির ডিজেল ইঞ্জিন, একনাগাড়ে চলছে তো চলছেই !

তার বাইরে বিরাট ক্যাঁচক্যাঁচ আওয়াজ হয়েই চলেছে, হয়েই চলেছে !

কান ঝালাপালা হয়েই চলেছে, হয়েই চলেছে !

আমার ৭১ বৎসর বয়স। এমনিতেই অসুস্থ, আরো বেশি অসুস্থ বোধ করছি !

জানিনা হার্ট ফেল করে যেতে পারে কিনা !

বাড়ির মালিক এবং তার কর্মচারি-শ্রমিকদের বিরুদ্ধে, ব্যবস্থা নিতে পারেন ?

কিছু করলে সত্বর করুন !

সত্বর করুন !!

ধন্যবাদ !

প্রণব কুমার কুণ্ডু, ২২৩ মিত্রপাড়া রোড, নৈহাটি, উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩১৬৫। ২৫/০২/২০১৭।
ফোন ০৩৩ ২৫০২ ৩৮৭৮।
Email  pkkundu10@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন