মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

পৃথিবীই সব !


পৃথিবীই সব !


( রম্য কিংবা সুরম্য রচনা ! )



ঈশ্বর অলৌকিক নন !
দেবতারাও অলৌকিক নন !

লৌকিক সত্ত্বার বিপরীতে আলৌকিক সত্ত্বা হয়তো  theoretically  আছে !

সেই হিসাবে অনেকে কার্যকরতা বা বাস্তবতার দিকে লক্ষ্য না রেখে,  কেবল মাত্র মত প্রকাশ করে,  বা,  কেবল মাত্র,  মত গঠন করে ! আবার সম্মিলিত ভাবে বিভিন্ন আলোজয়ী সংগঠনও করে !

ঈশ্বর এবং দেবতারা অলীক !
অলীক। অসত্য ! মিথ্যা !

প্রাচীন ভারতবর্ষে সোমরসের প্রতিক্রিয়ায়, কেবল মাত্র কল্পনা প্রসূত !
আমি বলব, দুষ্ট লোকদের কল্পনা প্রসূত !
ধান্দাবাজ লোকজনের কল্পনা প্রসূত !

তাঁদের মধ্যে অনেক বোধ-বুদ্ধি সম্পন্ন মুনি-ঋষিরাও আছেন ! আছেন হিন্দুধর্মের পয়গম্বরেরা ! হিন্দুধর্মের অবতারেরা ! আছেন কুরুক্ষেত্রের যুদ্ধের মহান নায়ক, শয়তানের হাড্ডি, শ্রীকৃষ্ণ ! গীতার so called ভগবান শ্রীকৃষ্ণ !!
আর আছেন ধান্দাবাজচূড়ামণি ব্রাহ্মণরা !

ব্রাহ্মণদের রুজিরোজগার ওইসব ঠাকুরদেবতাদের নিয়ে !

ব্রাহ্মণদের ক্ষমতা নেই, ঈশ্বর পরমেশ্বর ইত্যাদির পূজা করেন ! রুজিরোজগারের জন্য ওঁনারা মূলত কেবলমাত্র দেবতাদের ধরেন !

আসলে পৃথিবীই ঈশ্বর !
পৃথিবীই আদ্যাশক্তি !
পৃথিবীই ঠাকুরদেবতা !
আমাদের কাছে পৃথিবীই সব !

আমাদের অন্ন বস্ত্র বাসস্থান জন্ম বেড়ে ওঠা, সব পৃথিবীর কোলে !
মৃত্যুও !

ঈশ্বর থাকতে পারেন !
মহান ঈশ্বরও থাকতে পারেন !
সেটা হতে পারে অন্য কোন মহান পৃথিবী !
যে মহান পৃথিবীতে মহান মানুষদের জন্ম হবে, অন্নবস্ত্র বাসস্থান পাবে ! মহান জ্ঞান পাবে !
তাঁরা ধান্দাবাজ মানুষজনদের বুজরুকি ঈশ্বর আর দেবতাদের প্রভাব খণ্ডন করবে !
কিংবা, হয়তো, এই পৃথিবীটাই, মহান হবে !

ব্রাহ্মণরা কেবল মাত্র রুজিরোজগারের প্রয়াসী।
ব্রাহ্মণরা কেবল মাত্র রুজিরোজগারবিলাসী !
কেবলই, শুধু কেবলই,  রুজিরোজগারের প্রত্যাশী !
ব্রাহ্মণরা আপনার-আমার যথার্থ মঙ্গল চায় না !
শুধু, পৌনঃপুনিক, পৌনঃপুন্যভাবে, দেবতাদের পূজা করতে চায় !

পূজারি ব্রাহ্মণরা দূর হটো !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন