সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

পৃথিবী এবং স্বর্গ


পৃথিবী এবং স্বর্গ



পৃথিবীতে আমরা মরণশীল !
মরণশীল দেহ পচে যায় !
দুর্গন্ধ ছড়ায় !

পৃথিবীতে শ্মশান আছে।
পৃথিবীর মহান অংশে আছে মহাশ্মশান !

আমাদের সূক্ষ্ম দেহেরও, কখনো হয়তো,  মৃত্যু আছে !
তবে সূক্ষ্ম দেহের পচন নেই !
কেননা সূক্ষ্ম দেহের জন্য হয়তো আছে, পচননিবারক ওষধি !
যাতে পুনর্জন্মে, ঐ সূক্ষ্ম দেহ, স্থূল দেহের সাথে জুড়তে পারে !

স্বর্গেও মৃত্যু আছে !
তবে ওখানে পচন নেই !
দুর্গন্ধও নেই !

তবে স্বর্গে, শ্মশান বা মহাশ্মশানের অস্তিত্ব বা ব্যবস্থা নেই !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন