কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল [ দুই ]
কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেখাবার পরে, ডাক্তারবাবু ওষুধ prescribe করলেন।
তার জন্য requisition slipও দিলেন।
ওষুধটা voglibase/voglibo.
কিন্তু হাসপাতালের ঔষধ বিতরণ কেন্দ্র থেকে, ওষুধটা পাওয়া গেল না !
Pharmacy'র ভদ্রলোক, আমার requisition slipটা নিয়ে নিলেন।
Voglibase/Voglibo, pen throughও করলেন না !
এতে কি ফার্মাসির ঐভদ্রলোকের স্বচ্ছতা বজায় থাকছে ?
সন্দেহ থেকে যায় !
হাসপাতালের ওষুধ procurementএর ব্যাপারে যাঁর ওপর দায়িত্ব দেওয়া আছে, তিনি কি যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করছেন ?
এক্ষেত্রেও সন্দেহ থেকে যায় !
হাসপাতাল কর্তপক্ষ, বিভাগীয় মন্ত্রী মহোদয়/ মহোদয়া, ব্যাপারগুলো দেখুন !
জানান। pkkundu10@gmali.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন