পুরোহিত ভাতা
পশ্চিমবঙ্গে ইমাম-মোয়াজ্জিনদের 'ভাতা' দেওয়া হয় !
হিন্দু পুরোহিতদের ভাতা দেওয়া হয় না কেন ?
ওঁনারা কি 'ভাত' খান না ?
ওঁদের কি ঘর-সংসার নেই !
ছেলেপুলে নেই !
চারটে 'বৌ' না থাক, বিয়ে করলে, একটা অন্তত বৌ থাকে !
'হিন্দু'ধর্ম তো শুধু হিন্দুধর্মাবলম্বিদের জন্য নয় !
হিন্দুধর্ম সকল ধর্মের মানুষদের হিতের জন্য !
কাজেই হিন্দুধর্মের অন্যতম আধার এবং স্তম্ভ, পুরোহিতদেরও, ভাতা দেবার ব্যবস্থা সরকারের তরফে করা হোক !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন