বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

 আসাম



প্রণব কুমার কুণ্ডূ






প্রণব কুমার কুণ্ডূ



আসাম

পর্বতসংকুলবশত

ভূমি অসমতল হওয়াতে রাজ্যটি অসম।


অসম-এর অপভ্রংশ আসাম।


আবার 'অসম' প্রতাপবিশিষ্ট 'অহম' জাতি কর্তৃক একসময়ে অধিকৃত হওয়া প্রদেশটির নাম 'আসাম'।


আসাম।

উত্তর-পূর্ব ভারতের অসম রাজ্যটি, হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত, এবং রাজ্যটির অভ্যন্তরে রয়েছে, ব্রহ্মপুত্র নদ, বরাক উপত্যকা, কাছাড়ের উত্তরে ও পূর্বে,  পর্বতমালা।


উত্তর-পূর্ব ভারতের ছয়টি রাজ্য, যথা, অরুণাচল প্রদেশ,  নাগাল্যান্ড, মণিপুর,  মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম পরিবেষ্টিত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন